কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ফসলের গোড়া পোড়ানো

Posted On: 18 MAR 2025 6:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৫ 

 

পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও জাতীয় রাজধানী অঞ্চলে ধান চাষের পর ফসলের গোড়া পোড়ানোর ফলে উদ্ভূত সমস্যার মোকাবিলায় বিশেষ সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।
ঐ অবশিষ্টাংশ অন্যভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে কৃষকদের খরচের ৫০% দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রকল্পাদি রূপায়ণে সমবায় ও কৃষক সংগঠনগুলিকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত খরচের ৮০% দিচ্ছে কেন্দ্রীয় সরকার। 
খড়ের সরবরাহ ব্যবস্থাপনাকে জোরদার করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য ২০১৮-১৯ থেকে ২০২৪-২৫ সময়কালে (ফেব্রুয়ারি পর্যন্ত) ঐসব রাজ্য এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ-কে ৩৬৯৮.৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে। 
সংগৃহীত তথ্যানুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর সময়কালে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে ফসলের  গোড়া পোড়ানোর ঘটনা ২৭% হ্রাস পেয়েছে। 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর।

 

SC/AC/SB…


(Release ID: 2112661) Visitor Counter : 17


Read this release in: Urdu , English , Hindi