কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

পেনশন গ্রহীতাদের জীবনযাত্রা সহজ করতে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগ

Posted On: 18 MAR 2025 11:31AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৫ 

 

পেনশন গ্রহীতাদের জীবনযাত্রা সহজ করে তুলতে ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে। কর্মী ও অভিযোগ নিষ্পত্তি দপ্তরের মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং – এর তত্ত্বাবধানে এই কাজ চলছে। পেনশন নীতিকে জনমুখী করে তোলা এবং এ সংক্রান্ত প্রক্রিয়ার ডিজিটাইজেশন বিশেষভাবে উল্লেখ্য। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্কের পেনশন পোর্টালকে সংযুক্ত করে একটি সমন্বিত পোর্টাল তৈরি করা হয়েছে। 
ব্যাঙ্ক কর্মীদের এই বিষয়ে সম্যকভাবে অবহিত করে তুলতে একের পর এক কর্মশালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, পেনশন গ্রহীতাদের মধ্যেও সচেতনতা প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে ১৮ মার্চ, ২০২৫ তারিখে জয়পুরে রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্মী এবং ঐ ব্যাঙ্কের মাধ্যমে পেনশন-প্রাপকদের সচেতনতা শিবিরের আয়োজন হয়েছে। যোগ দিয়েছেন ১৫০ জন পেনশন গ্রহীতা এবং ৭০ জন আধিকারিক। 

 

SC/AC/SB


(Release ID: 2112171) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi , Tamil