প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সন্ত্রাসদমন-সংক্রান্ত এডিএমএম-প্লাস বিশেষজ্ঞ কর্মী গোষ্ঠীর ১৪তম বৈঠক অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে

Posted On: 16 MAR 2025 10:31AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৬ মার্চ, ২০২৫

 

সন্ত্রাসদমন-সংক্রান্ত আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক-প্লাস (এডিএমএম-প্লাস) বিশেষজ্ঞ কর্মী গোষ্ঠী (ইডব্লুজি)-র বৈঠক আগামী ১৯ ও ২০ মার্চ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে যৌথ সভাপতিত্ব করবে ভারত ও মালয়েশিয়া। ১০টি আসিয়ান সদস্য দেশ (ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড) এবং ৮টি সহযোগী দেশ (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া প্রজাতন্ত্র, জাপান, চিন, আমেরিকা ও রাশিয়া), সেইসঙ্গে টিমোর লেস্তে-র প্রতিনিধিরা এতে যোগ দেবেন। 


এই প্রথম ভারত ইডব্লুজি-র বৈঠকে যৌথ সভাপতিত্ব করতে চলেছে। ১৯ মার্চ বৈঠকের উদ্বোধনী দিনে বক্তব্য রাখবেন প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং। এডিএমএম-প্লাস অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে প্রতিরক্ষা বিষয়ক পারস্পরিক সহযোগিতা বিনিময় করে থাকে। বর্তমানে সহযোগিতার ৭টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এগুলি হল, সন্ত্রাস দমন, সামুদ্রিক সুরক্ষা, মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা, শান্তিরক্ষা অভিযান, সামরিক ওষুধপত্র, মাইন প্রতিরোধী ব্যবস্থা ও সাইবার সুরক্ষা। 


SC/MP/NS….


(Release ID: 2111622) Visitor Counter : 8