স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারির সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ

Posted On: 12 MAR 2025 4:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৫ 

 

ভারতের সংবিধানের সপ্তম তফশিল অনুযায়ী, পুলিশ ও আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সাইবার অপরাধ ও ডিজিটাল গ্রেপ্তার সহ নানা অপরাধ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করে। কেন্দ্রীয় সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলির ক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পরামর্শ ও আর্থিক সাহায্য প্রদান করে। 
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস্‌ ব্যুরো (এনসিআরবি) তাদের সর্বশেষ প্রকাশিত ২০২২ সালের প্রতিবেদনে অপরাধের পরিসংখ্যানগত তথ্য প্রকাশ করেছে। ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারি সহ সাইবার অপরাধ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, সেগুলি হ’ল – 
১) স্বরাষ্ট্র মন্ত্রক দেশের সবধরনের সাইবার অপরাধ মোকাবিলায় একটি সমন্বিত অফিস হিসেবে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (আই ফোর সি) গঠন করেছে।
২) কেন্দ্রীয় সরকার ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতির বিরুদ্ধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে – সংবাদপত্রে বিজ্ঞাপন, বিভিন্ন পোস্টের মাধ্যমে সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, প্রসার ভারতী এবং বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে প্রচার এবং আকাশবাণীতে বিভিন্ন বিশেষ অনুষ্ঠান।
৩) মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ২৭.১০.২০২৪ তারিখের ‘মন কি বাত’ অনুষ্ঠানে ডিজিটাল গ্রেপ্তার সম্পর্কে কথা বলেন এবং ভারতের নাগরিকদের এই বিষয়ে অবহিত করেন।
৪) টেলিযোগাযোগ বিভাগের সহযোগিতায় সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে হেল্পলাইন নম্বর 1930 চালু করেছে। এছাড়া, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। একটি কলারটিউন পরিষেবা চালু করেছে টেলিকম বিভাগ। দিনে ৭-৮ বার বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই কলারটিউন-টি বাজানো হচ্ছে। 
৫) ডিজিটাল গ্রেপ্তারের জন্য ব্যবহৃত ৩ হাজার ৯৬২টিরও বেশি স্কাইপ আইডি এবং ৮৩ হাজার ৬৮৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করা হয়েছে। 
৬) রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ, এনসিবি, সিবিআই, আরবিআই এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ছদ্মবেশে সাইবার অপরাধী ও ডিজিটাল গ্রেপ্তারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক করার কাজে নিয়োজিত রয়েছে। 
৭) কেন্দ্রীয় সরকার ও টেলিকম বিভাগ ভারতের অভ্যন্তরে ব্যবহৃত মোবাইল নম্বরগুলি শনাক্ত ও ব্লক করার জন্য একটি ব্যবস্থা চালু করেছে। 
৮) ২৮.০২.২০৫ পর্যন্ত পুলিশের রিপোর্ট অনুযায়ী ভারত সরকার ৭ লক্ষ ৮১ হাজারেরও বেশি সিমকার্ড এবং ২ লক্ষ ৮ হাজার ৪৬৯টি আইএমইআই ব্লক করেছে। 
৯) সাইবার অপরাধের সঙ্গে যুক্ত বিভিন্ন ঘটনা, বিশেষ করে মহিলা ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ সম্পর্কিত ঘটনার রিপোর্ট করার জন্য জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল চালু করা হয়েছে। 
১০) আর্থিক জালিয়াতি রুখতে ২০২১ সালে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর সাহায্যে এখনও পর্যন্ত ১৩ লক্ষ ৩৬ হাজারেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। সাশ্রয় করা হয়েছে ৪ হাজার ৩৮৬ কোটিরও বেশি টাকা।
১১) সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় সরকার এসএমএস, সামাজিক মাধ্যম, ফেসবুক, ইন্সটাগ্রাম, টেলিগ্রাম, রেডিও-র মতো মাধ্যমগুলির সাহায্য নিচ্ছে। এছাড়া, রেল স্টেশন ও বিমানবন্দরে ডিজিটাল মাধ্যমেও সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। পালন করা হচ্ছে সাইবার নিরাপত্তা ও সচেতনতা সপ্তাহ। কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ পুস্তিকাও প্রকাশ করা হচ্ছে। 

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বান্দি সঞ্জয় কুমার এই তথ্য জানান। 

 

SC/PM/SB


(Release ID: 2111127) Visitor Counter : 37