স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

সাইবার অপরাধ পোর্টাল

Posted On: 12 MAR 2025 4:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৫ 

 

ভারতীয় সংবিধানের সপ্তম তফশিল অনুযায়ী পুলিশ ও আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রাথমিকভাবে তাদের আইন প্রয়োগকারী সংস্থা (এলইএ)-র সাহায্যে সাইবার অপরাধ সহ অন্যান্য অপরাধ প্রতিরোধ, শনাক্তকরণ, তদন্ত ও বিচারের কাজ করে থাকে। বিভিন্ন প্রকল্পের সাহায্যে কেন্দ্রীয় সরকার এই আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করে।
সাইবার অপরাধ মোকাবিলার জন্য সরকার নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করেছে –
১) স্বরাষ্ট্র মন্ত্রক দেশের সবধরনের সাইবার অপরাধ মোকাবিলায় একটি সংযুক্ত অফিস ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (আই ফোর সি) স্থাপন করেছে। 
২) আই ফোর সি-র সাহায্যে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল চালু করা হয়েছে। এতে জনগণ সবরকম সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন।
৩) সাইবার অভিযোগ দায়েরের জন্য অনলাইনে সাহায্য পেতে টোল-ফ্রি নম্বর 1930 চালু করা হয়েছে।
৪) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ ও তদন্তকারী সংস্থা প্রাথমিক পর্যায়ে সাইবার ফরেন্সিক সহায়তা প্রদান করে। এখনও পর্যন্ত সাইবার অপরাধ সম্পর্কিত ১১ হাজার ৮৩৫টি মামলার নিষ্পত্তি করেছে। 
৫) সাইবার অপরাধের তদন্ত, ফরেন্সিক ও মামলার মতো গুরুত্বপূর্ণ দিকগুলির উপর অনলাইনে কোর্সের সাহায্যে পুলিশ আধিকারিক ও বিচার বিভাগীয় আধিকারিকদের দক্ষতা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই ৭৯ হাজার ৯০৪ জনকে এই পোর্টালের সাহায্যে শংসাপত্র দেওয়া হয়েছে।
৬) স্বরাষ্ট্র মন্ত্রক নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে – সাইবার ফরেন্সিক ও প্রশিক্ষণ গবেষণাগার স্থাপন, জুনিয়র সাইবার পরামর্শদাতা নিয়োগ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ।
৭) সাইবার হুমকি মোকাবিলায় প্রতি শুক্রবার সিপিএফ – এর জন্য প্রতি শুক্রবার অনলাইনে পিআর লার্নিং সেশন পরিচালনা করা হয়। এখনও পর্যন্ত ৯৮টি এই ধরনের সেশন পরিচালনা করা হয়েছে।
৮) বিচার বিভাগীয় কর্মকর্তা ও ফরেন্সিক বিজ্ঞানীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত ৩ হাজার ৭৮৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বান্দি সঞ্জয় কুমার এই তথ্য জানান। 

 

SC/PM/SB


(Release ID: 2111124)
Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu