অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও কাতারের মধ্যে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ –এ স্বাক্ষরিত অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতায় অনুমোদন দেওয়া হল (এক্স-পোস্ট ফ্যাক্টো)

Posted On: 11 MAR 2025 3:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৫

 

ভারত ও কাতারের মধ্যে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ –এ স্বাক্ষরিত অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতায় অনুমোদন দেওয়া হল (এক্স-পোস্ট ফ্যাক্টো)। কাতারের আমীরের ভারত সফরের সময় এটি স্বাক্ষরিত হয়। 
 
এই সমঝোতার লক্ষ্য অর্থনৈতিক নীতি, আর্থিক প্রকৌশল ব্যবহার, সরকারি - বেসরকারি অংশীদারিত্ব প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক উদ্যোগকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। 

এর আওতায় বিশেষজ্ঞদের সম্মেলন ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক তথ্য বিনিময়ের কাজে গতি আসবে। বিনিয়োগ এবং বিকাশের নতুন নতুন সম্ভাবনা খুঁজে বের করতে উদ্যোগী দুই দেশ।  


SC/AC /SG


(Release ID: 2110377) Visitor Counter : 9