সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম-দক্ষ যোজনা নিয়ে সংসদে প্রশ্ন

Posted On: 11 MAR 2025 12:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মার্চ ২০২৫

 

পিএম-দক্ষ যোজনা একটি কেন্দ্রীয় ক্ষেত্র প্রকল্প। এতে তপশিলি জাতি ও অনগ্রসর শ্রেণী, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণী, বিভিন্ন উপজাতি তথা যাযাবর সম্প্রদায়, বর্জ্য বাছাইকারী সহ সাফাই কর্মীদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণ দেওয়া হয়। কাজের মজুরি প্রদান এবং স্বনিযুক্তি লক্ষ্যকে সামনে রেখে এই প্রকল্পে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রশিক্ষণের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মূল্যায়ন ভিত্তিক প্রশিক্ষণ প্রাপকদের শংসাপত্র দেওয়া হয়। সেই সঙ্গে তাদের মজুরি ভিত্তিক কাজ অথবা স্বনিযুক্তির সুযোগ  দেওয়া হয়ে থাকে। 

লক্ষ্যগোষ্ঠীর মধ্যে পিএম-দক্ষ প্রকল্পের প্রসার ঘটাতে দেশজুড়ে খবরের কাগজ এবং সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়। সেই সঙ্গে এই লক্ষ্যগোষ্ঠীর মধ্যে সচেতনতার প্রসারে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। ক্লাস্টার বা সম্প্রদায়ের কাছে পৌঁছোতে এবং এই প্রকল্প সম্পর্কে জনসচেতনতা গড়তে নানা শিবিরেরও আয়োজন করা হয়। 


লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা। 

 

SC/AB/AS


(Release ID: 2110269) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi