প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রাক্তন সেনাকর্মীদের বিধবাদের জন্য কর্মসূচি

Posted On: 10 MAR 2025 3:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ , ২০২৫

 

২০২৪-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাক্তন সেনাকর্মীদের বিধবাদের মোট সংখ্যা ৭ লক্ষ ৪০ হাজার ৭৬৬। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৫,৮০৮ জন। বিধবাদের মাসিক সহায়তা দেওয়া হয় পারিবারিক অবসরভাতা হিসেবে। পে কমিশনের সুপারিশ এবং সরকারের অনুমোদনের ভিত্তিতে ফ্যামিলি পেনশনের পর্যালোচনা করা হয়। কন্যাদের বিবাহ অনুদান (দুটি কন্যা পর্যন্ত) ২০১৬-র এপ্রিল থেকে বেড়ে হয়েছে ৫০,০০০ টাকা। ১০০ শতাংশ প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে ২০২১-এর ১ এপ্রিল থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা, অনাথ অনুদানে সব র্যা ঙ্কের ক্ষেত্রেই ২০২২-এর এপ্রিল থেকে মাসে ৩,০০০ টাকা। এটি পাওয়া যাবে যতদিন না কন্যা বিবাহিত হচ্ছে আর ছেলেদের ক্ষেত্রে ২১ বছর বয়স পর্যন্ত। বিধবাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের অনুদান ২০২৩-এর ১১ অগাস্ট থেকে এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য হাবিলদার র্যা ঙ্ক পর্যন্ত নন-পেনশনারের ক্ষেত্রে ২০২৩-এর ১১ অগাস্ট থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত, গুরুতর অসুখের ক্ষেত্রে সব র্যা ঙ্কের নন-পেনশনারের জন্য প্রযোজ্য নিজের এবং স্ত্রী/বিধবার জন্য ২০২৩-এর ১১ অগাস্ট থেকে ১ লক্ষ ৫০,০০০ টাকা। গৃহঋণের ক্ষেত্রে ভর্তুকি ১ লক্ষ টাকা, প্রধানমন্ত্রী বৃত্তি কর্মসূচিতে ৫,৫০০টি বৃত্তি দেওয়া হয়ে থাকে। ২০১৯-২০ থেকে এই হার পুত্র সন্তানের জন্য ২,৫০০ টাকা, কন্যা সন্তানদের জন্য ৩,০০০ টাকা প্রতি মাসে। এছাড়া জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্য র্যা ঙ্কের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃতের বিধবারা মহিলা মিলিটারি পুলিশে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। আর্মি ওয়েলফেয়ার হাউসিং অর্গানাইজেশনের প্রতিটি প্রকল্পে বিধবাদের জন্য ৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা আছে।

রাজ্যসভায় আজ লিখিত জবাবে শ্রী নিরঞ্জন বিশি এবং শ্রীমতী সুলতা দেওকে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ। 


SC/AP/NS….


(Release ID: 2110052) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi , Tamil