সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০১১ সালের আদমশুমারিতে মুসলিমদের মধ্যে সাক্ষরতার হার ৯.৪ শতাংশ বেড়েছে

Posted On: 10 MAR 2025 3:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২৫


২০০১ সালের আদমশুমারি অনুযায়ী ৭ বছর বা তার বেশি বয়সী মুসলিমদের মধ্যে সাক্ষতার হার ছিল ৫৯.১ শতাংশ, যেখানে একই বয়সের জন্য সর্বভারতীয় সাক্ষতার হার ছিল ৬৪.৮ শতাংশ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ৭ বছর বা তার বেশি বয়সী মুসলিমদের মধ্যে সাক্ষতার হার ছিল ৬৮.৫ শতাংশ, যেখানে সর্বভারতীয় সাক্ষরতার হার ছিল ৭৩.০ শতাংশ। ২০০১ সালের তুলনায় ২০১১ সালের আদমশুমারি অনুসারে মুসলিমদের মধ্যে সাক্ষরতার হার ৯.৪ শতাংশ বেড়েছে। প্রিয়ডিক লেবার ফোর্স সার্ভে (পিএলএফএস) ২০২৩-২৪ –এর বার্ষিক প্রতিবেদন অনুসারে ৭ বছর বা তার বেশি বয়সী মুসলিমদের মধ্যে সাক্ষরতার হার ছিল ৭৯.৫ শতাংশ, যেখানে ওই একই বয়সের সকল ধর্মের জন্য সাক্ষরতার হার ছিল ৮০.৯ শতাংশ।

সংখ্যালঘু মন্ত্রক ৬টি প্রজ্ঞাপিত সংখ্যালঘু সম্প্রদায় যথা বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ সম্প্রদায়ের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করেছে। মন্ত্রক সংখ্যালঘু সম্প্রদায় উন্নয়নের জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষাগত ক্ষমতায়ন, পরিকাঠামোগত উন্নয়ন, আর্থিক ক্ষমতায়ন, বিশেষ চাহিদা পূরণ এবং সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে তোলা। 

রাজ্যসভায় এক লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু।

 

SC/SS/SK


(Release ID: 2110051)
Read this release in: Hindi , Tamil , English , Urdu