কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিশোধিত খনিজ জলের সুস্থায়ী ও নিরাপদ ব্যবহার

Posted On: 10 MAR 2025 3:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২৫


কয়লা মন্ত্রক তার কয়লা ও লিগনাইট রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যথা কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল), এনএলসি ইন্ডিয়া লিমিটেড (এনএলসিআইএল) এবং সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানি লিমিটেড (এসসিসিএল)-এর মাধ্যমে পরিবেশগত ও জল সংরক্ষণ নির্দেশিকাগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে পরিশোধিত খনিজ জল পানীয়, সেচ এবং শিল্পের কাজে ব্যবহারের বিষয়ে উৎসাহ জুগিয়েছে। পরিশোধিত খনিজ জল লাভজনক কাজে ব্যবহারের জন্য পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬, জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন ১৯৭৪ ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) এবং সংশ্লিষ্ট রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (এসপিসিবি)-এর জারি করা নির্দেশিকা মেনে চলা হয়।

পানীয়ের জন্য সরবরাহ করা পরিশোধিত খনিজ জল যাতে স্বাস্থ্য ও সুরক্ষার মান পূরণ করে তা সুনিশ্চিত করতে বিভিন্ন মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝাড়খণ্ড সহ সমস্ত কয়লা ও লিগনাইট খনি অধ্যুষিত রাজ্যগুলিতে খনিজ জল ব্যবহার বাড়ানোর জন্য প্রয়াস নেওয়া হয়েছে। কয়লা/লাগনাইট রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জনসাধারণের ব্যবহার, সেচ ও শিল্পের উদ্দেশে খনির জলের লাভজনক ব্যবহারের জন্য প্রকল্প গ্রহণ করেছে। ঝাড়খণ্ডে সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড (সিসিএল), ভারত কুকিং কোল লিমিটেড (বিসিসিএল) এবং ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর কর্মকাণ্ড অধ্যুষিত এলাকার মধ্যে অবস্থিত গ্রামগুলির সুবিধার্থে খনির জলের ব্যবহার সহজতর করার জন্য ঝাড়খণ্ড সরকার ও কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)-এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর হয়েছে।

রাজ্যসভায় আজ লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি।

 

 

SC/SS/SKD


(Release ID: 2110050) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu