সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

তরুণ শিল্পীদের জন্য আর্থিক অনুদান কর্মসূচি

Posted On: 10 MAR 2025 3:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ , ২০২৫

 

সংস্কৃতি মন্ত্রক ‘স্কলারশিপস টু ইয়াং আর্টিস্টস ইন ডিফারেন্ট কালচারাল ফিল্ডস (এসওয়াইএ)’ নামে একটি আর্থিক অনুদান কর্মসূচি রূপায়ণ করছে। ধ্রুপদী নৃত্য, দেশজ শিল্পকর্ম এবং অন্যান্য চিরাচরিত শিল্পকলার মতো বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে আরও উচ্চতর প্রশিক্ষণের জন্য তরুণ শিল্পীদের এই কর্মসূচিতে প্রতি মাসে দেওয়া হয় ৫০০০ টাকা বৃত্তি। সারা দেশ থেকে সর্বোচ্চ ৪০০ জনকে ২ বছরের জন্য এই অনুদান দেওয়া হয় ৪টি সমান ষান্মাসিক কিস্তিতে। বয়স হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে। কোনো গুরুর অধীনে অথবা প্রতিষ্ঠানে অন্তত ৫ বছরের প্রশিক্ষণে থাকতে হবে। মন্ত্রক গঠিত বিশেষজ্ঞ কমিটির সামনে সাক্ষাৎকারের ভিত্তিতে বেছে নেওয়া হয় শিল্পীদের।

পশ্চিমবঙ্গ থেকে ২০১৭-১৮-য় ৪০ জন, ২০১৮-১৯এ ৬০ জন, ২০১৯-২০-তে ৬৭ জন, ২০২০-২১-য় ৮৩ জন, ২০২১-২২-য় ৭৯ জন বৃত্তি পেয়েছে। ‘স্কিম অফ স্কলারশিপ টু ইয়াং আর্টিস্ট ইন ডিফারেন্ট কালচারাল ফিল্ডস’-এ গত ৫ বছরে পশ্চিমবঙ্গ পেয়েছে ২০১৯-২০-এ ৪৯.২০ লক্ষ টাকা, ২০২০-২১-এ ৪৮.৩০ লক্ষ টাকা, ২০২১-২২-এ ৫৮.৫০ লক্ষ টাকা, ২০২২-২৩-এ ২০.১০ লক্ষ টাকা এবং 
২০২৩-২৪-এ ৮৩.৭০ লক্ষ টাকা।

লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।  


SC/ AP/NS…


(Release ID: 2109958) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi , Tamil