প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত-কিরঘিজস্তান যৌথ বিশেষ সামরিক মহড়া খাঞ্জার-XII-এ অংশগ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনীর একটি দল রওনা হয়েছে

Posted On: 09 MAR 2025 1:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ মার্চ, ২০২৫


চলতি বছরে ১০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কিরঘিজস্তানে ভারত-কিরঘিজস্তান যৌথ বিশেষ সামরিক মহড়া খাঞ্জার-XII-এর আয়োজন করা হয়েছে। এটি হল ভারত ও কিরঘিজস্তানের মধ্যে একটি বার্ষিক সামরিক মহড়া। গত বছর ভারতে এই মহড়া আয়োজিত হয়েছিল। এর মাধ্যমে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত হবে। 

ভারতীয় দলের প্রতিনিধিত্বে রয়েছে প্যারাসুট রেজিমেন্ট (স্পেশাল ফোর্স)-এর সেনারা। অন্যদিকে, কিরঘিজস্তান দলটির প্রতিনিধিত্ব করছে কিরঘিজ স্করপিয়ন ব্রিগেড।

এই মহড়ার লক্ষ্যই হল শহর এবং পাহাড়ি এলাকায় সন্ত্রাসদমন ও বিশেষ বাহিনীর অভিযানে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। প্রশিক্ষণের পাশাপাশি মহড়ায় সাংস্কৃতিক বিষয় আদানপ্রদানের সুযোগ থাকবে। এতে দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে। 

মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে তুলবে। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভারত এবং কিরঘিজস্তানের মধ্যে প্রতিশ্রুতি সুনিশ্চিত হবে।

 

 

SC/SS/SKD


(Release ID: 2109844) Visitor Counter : 68