কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় লোক সেবা আয়োগ ২০২৫-এর জানুয়ারির জন্য নিয়োগের ফলাফল ঘোষণা করেছে

Posted On: 10 MAR 2025 11:40AM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ১০ মার্চ , ২০২৫

 

কেন্দ্রীয় লোক সেবা আয়োগ ২০২৫-এর জানুয়ারির মাসের নিয়োগের ফলাফল চূড়ান্ত করেছে। সফল প্রার্থীদের ডাকের মাধ্যমে ব্যক্তিগতভাবে জানানো হয়েছে, অন্য প্রার্থীদের আবেদন যথোচিত বিচার করা হয়েছে, কিন্তু দুঃখের সঙ্গে জানানো হচ্ছে সাক্ষাৎকারের জন্য ডাকা/পদের জন্য তাঁদের বিবেচনা করা সম্ভব হয়নি। 

বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন

http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025310517001.pdf 

 


SC/ AP /NS


(Release ID: 2109808) Visitor Counter : 17