শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা
Posted On:
04 MAR 2025 4:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ মার্চ , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন (পিএম-এসওয়াইএম) একটি স্বেচ্ছাসেবী ও অবদানমূলক পেনশন স্কিম। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষার দিকে তাকিয়ে এই প্রকল্পের সূত্রপাত। এতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা, যাদের মাসিক উপার্জন ১৫,০০০ টাকা পর্যন্ত, নাম নথিভুক্ত করতে পারেন। ৬০ বছর বয়স হয়ে গেলে মাসিক ন্যূনতম ৩০০০ টাকা পেনশন এই প্রকল্পে সুনিশ্চিত করা হয়েছে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় ৫০ শতাংশের সঙ্গে জড়িত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ।
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা বেশিরভাগই গৃহকর্ম, হকারি, মিড ডে মিলের কর্মী, কুলি, ইঁট ভাটার কর্মী, চর্মকার, রিক্সা চালক, নির্মাণকর্মী প্রভৃতি নানা ছোটখাটো পেশার সঙ্গে জড়িত। ই-শ্রম পোর্টাল অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নথিভুক্ত অসংগঠিত কর্মী সংখ্যা ৩০.৫১ কোটিরও বেশি।
২০১৯-এর অন্তর্বতী বাজেটে পিএম-এসওয়াইএম-এর ঘোষণা করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ভারতীয় জীবন বিমা (এলআইসি) এবং কমন সার্ভিস সেন্টার্স ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড (সিএসসি এসপিভি)-র সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে তা চালু করে। এলআইসি এর পেনশন ফান্ড ম্যানেজার এবং পেনশন দেওয়ার দায়িত্বভার বহন করে । সরকারের সামাজিক সুরক্ষা উদ্যোগের এক বৃহত্তর ক্ষেত্র হিসেবে এই প্রকল্প চিহ্নিত। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সার্বিক পেনশনের আওতায় নিয়ে আসা এর উদ্দেশ্য।
১৮-৪০ বছরের মধ্যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। কর্মচারি প্রভিডেন্ট ফান্ড, কর্মচারি রাজ্য বিমা নিগম বা জাতীয় পেনশন প্রকল্পের আওতাধীন কোনো ব্যক্তি এর যোগ্য বিবেচিত হবেন না। এই প্রকল্পভুক্তরা কেউ আয়কর প্রদানকারী নয়। সেইসঙ্গে তাদের অন্য কোনও সরকারি পেনশন প্রকল্পের সুবিধাভোগী হলেও চলবে না। প্রকল্পে নথিভুক্তিকরণের জন্য আধার কার্ড, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা জনধন অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, ব্যাঙ্কের আইএফএসকোড সহ জমা দিতে হবে। সেইসঙ্গে মোবাইল নম্বরকে যুক্ত করতে হবে।
কোন কোন পেশার ব্যক্তিরা এই প্রকল্পের সুযোগ নিতে পারেন, তা জানতে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করুন-
https://labour.gov.in/list-professions-occupations-covered
SC/ AB/NS….
(Release ID: 2108141)
Visitor Counter : 8