নির্বাচনকমিশন
একই এপিক নম্বরে একাধিক নাম থাকলেই ভূতুড়ে ভোটার নয়, ব্যাখ্যা দিয়ে জানাল নির্বাচন কমিশন
Posted On:
02 MAR 2025 12:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ মার্চ, ২০২৫
ভূতুড়ে ভোটার নিয়ে ব্যাখ্যা দিলো জাতীয় নির্বাচন কমিশন। এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, একাধিক ব্যক্তির একই এপিক নম্বর থাকতে পারে। একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম থাকার অর্থ ভূয়ো ভোটার নয়। কমিশন জানিয়েছে, এপিক নম্বর এক থাকলেও বিধানসভা কেন্দ্র এবং ভোট কেন্দ্র আলাদা হতে পারে। এপিক নম্বর এক থাকলেই একজন ভোটার দুই জায়গায় ভোট দিতে পারবেন না। কমিশন জানিয়েছে, বিভ্রান্তি এড়ানোর জন্য একই এপিক নম্বর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এপিক নম্বর যাই হোক না কেন, একজন ভোটারকে তাঁর জন্য নির্ধারিত ভোট কেন্দ্রে গিয়েই ভোট দিতে হবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি আলাদা রাজ্যে একই এপিক নম্বর থাকতে পারে। সেক্ষেত্রে দুই রাজ্যের দুই বাসিন্দার মধ্যে এপিক নম্বর এক হতে পারে। কিন্তু এপিক নম্বর এক হলেই, ভূতুড়ে ভোটার বলা যাবে না। কমিশন জানিয়েছে, ভোটার কার্ডে এপিক নম্বর ছাড়াও নাম, ছবি, বয়স, ভোট কেন্দ্র, বুথের নম্বর প্রভৃতির উল্লেখ থাকে। কমিশন আরও জানিয়েছে, পুরনো ব্যবস্থায় ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একটি আলফা নিউমেরিক সিরিজ ব্যবহার করা হতো। তাই কিছু কিছু ক্ষেত্রে এপিক নম্বর মিলে যেতে পারে।
কমিশন জানিয়েছে, যে কোনও বিভ্রান্তি এড়াতে নথিভুক্ত ভোটারদের একটি নির্দিষ্ট এপিক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
SC/MP/SKD
(Release ID: 2107723)
Visitor Counter : 7