প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী অনিল যোশীর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন

Posted On: 26 FEB 2025 5:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খ্যাতনামা গুজরাটি কবি অনিল যোশীর প্রয়াণে শোক ব্যক্ত করেছেন। 
সামাজিক মাধ্যম এক্স -এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ 
“ গুজরাটি সাহিত্যের খ্যাতনামা কবি অনিল যোশীর প্রয়াণে আমি শোকাহত। আধুনিক গুজরাটি সাহিত্যে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 
তাঁর আত্মার শান্তিকামনা করি। শোকের এই মুহূর্তে স্বজনহারা পরিবারের সদস্যদের এবং  গুণমুগ্ধ সাহিত্যপ্রেমীদের সমবেদনা জানাই …… 
ওঁ শান্তি……!!!!”  

 

 

SC/CB/AS 


(Release ID: 2106530) Visitor Counter : 59