প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সরকারি সফরে ফ্রান্স রওনা হয়েছেন

प्रविष्टि तिथि: 23 FEB 2025 9:34AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি , ২০২৫

 

সেনাপ্রধান (সিওএস) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সরকারি সফরে ফ্রান্স রওনা হয়েছেন। ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা মজবুত করতে ২৪-২৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তাঁর এই সফর। 

২৪ ফেব্রুয়ারি সিওএস ফ্রান্সের পদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে প্যারিসে বৈঠক করবেন। দিনের শুরুতে তাঁকে দেওয়া হবে গার্ড অফ অনার। এর পর ফ্রান্সের সেনাপ্রধান জেনারেল পিয়েরি চিল-এর সঙ্গে তিনি বৈঠক করবেন। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক মজবুত করাই এর উদ্দেশ্য। এছাড়া প্যারিসে একটি সেনা স্কুলেও যাবেন তিনি। 

জেনারেল দ্বিবেদী ২৫ ফেব্রুয়ারি মার্সেঈ যাবেন। সেখানে ফরাসী সেনার তৃতীয় ডিভিশন ঘুরে দেখবেন ও এর কাজ সম্পর্কে জানবেন। ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক প্রশিক্ষণ সহযোগিতা শক্তিতে এই তৃতীয় ডিভিশনের সম্পর্কে জানবেন। 

২৭ ফেব্রুয়ারি তিনি নুভে চাপেলি ভারতীয় যুদ্ধ স্মারক ঘুরে দেখবেন ও প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনানীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এরপর তিনি ফরাসী জয়েন্ট স্টাফ কলেজে একটি বক্তব্য রাখবেন। 

জেনারেল দ্বিবেদীর এই সফর ভারত এবং ফ্রান্সের মধ্যে সেনা সহযোগিতা আরও মজবুত করবে এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচিত করবে। 


SC/PM/NS…


(रिलीज़ आईडी: 2105799) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Tamil