প্রতিরক্ষামন্ত্রক
ভিয়েতনামের ক্যাম রন উপসাগরে পৌঁছল ভারতীয় নৌ-সেনার প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন
Posted On:
21 FEB 2025 3:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
বন্ধুত্বের সেতুবন্ধনের পাশাপাশি, তরুণ নৌ-সেনা কর্মীদের প্রশিক্ষণের লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ভিয়েতনামের ক্যাম রন উপসাগরে পৌঁছল ভারতীয় নৌ-বাহিনীর প্রথম ট্রেনিং স্কোয়াড্রন – আইএনএস তীর এবং আইসিজিএস বীরা। সেখানে ভারতীয় নৌ-সেনা কর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানায় ভিয়েতনাম পিপলস নেভি এবং ওই দেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সদস্যরা।
সফরকালে ভিয়েতনাম নৌ অ্যাকাডেমি পরিদর্শন করবেন ভারতীয় নৌ-বাহিনীর সদস্যরা। ভিয়েতনাম পিপলস নেভি এবং উপকূল রক্ষী বাহিনীর যৌথ মহড়ার মাধ্যমে এই সফরের সমাপ্তি ঘটবে। ভারত ও ভিয়েতনামের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, ২০২৪ সালের অগাস্ট মাসে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর ভারত সফরের মাধ্যমে তা আরও শক্তিশালী হয়েছে।
SC/MP/SB
(Release ID: 2105315)
Visitor Counter : 10