শিল্পওবাণিজ্যমন্ত্রক
দ্বিপাক্ষিক আর্থিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ভারত-কাতার যৌথ বাণিজ্য ফোরামের বৈঠক
Posted On:
18 FEB 2025 3:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
কাতারের আমির মাননীয় শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি-র ভারত সফরকালে ১৭-১৮ ফেব্রুয়ারি নতুন দিল্লিতে ভারত-কাতার যৌথ বাণিজ্য ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত ও কাতারের মধ্যে আর্থিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন (ডিপিআইআইটি) দপ্তরের সঙ্গে যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছিল ভারতীয় শিল্প মহাসঙ্ঘ। ১৮ ফেব্রুয়ারি যৌথ বাণিজ্য ফোরামের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ ফয়জল বিন থানি বিন ফয়জল আল থানি।
এই যৌথ বাণিজ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বিকশিত ভারতের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০৪৭-এর মধ্যে ভারতকে ৩০-৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দেশে রূপান্তরিত করার লক্ষ্যে সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। ভারত ও কাতারের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক বন্ধনের কথা উল্লেখ করার পাশাপাশি এআই, কোয়ান্টাম, কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রভৃতির মতো ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।
তাঁর ভাষণে শ্রী গোয়েল ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, সাইবার সুরক্ষার ক্ষেত্রে বিপদ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ, আত্মনির্ভরতা প্রভৃতি ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের কথা উল্লেখ করেন। উদ্ভাবন এবং আগামী দিনে শিল্পের অগ্রগতির ক্ষেত্রে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথ কর্মীগোষ্ঠীও গড়ার প্রস্তাব দেন শ্রী গোয়েল।
কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী মাননীয় শেখ ফয়জল বিন থানি বিন ফয়জল আল থানিও একই সুরে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে মজবুত করার বার্তা দেন। কাতারের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ হল ভারত। তিনি কাতারে বিনিয়োগের জন্য ভারতীয় লগ্নিকারীদের কাছে আবেদন জানান।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ বলেন, গত এক দশকে ভারতে ৭০৯ বিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ এসেছে। মহাকাশ প্রযুক্তি থেকে শুরু করে কৃষি সহ বিভিন্ন শিল্পে ১,৫৫,০০০-এর বেশি স্টার্টআপ-এর কথা উল্লেখ করেন তিনি।
ভারত-কাতার যৌথ বাণিজ্য ফোরামে ব্যবসায়ী, নীতি নির্ধারক এবং শিল্প বিশেষজ্ঞরা দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। ভারতীয় শিল্প মহাসঙ্ঘ (সিআইআই)-এর প্রেসিডেন্ট শ্রী সঞ্জীব পুরি শক্তি সুরক্ষা, কৃষি, স্টার্টআপ পরিমণ্ডল এবং দক্ষতা উন্নয়ন সহ আর্থিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি তুলে ধরেন।
SC/MP/SKD
(Release ID: 2104374)
Visitor Counter : 24