যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
গেটওয়ে অফ ইন্ডিয়া’য় ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ কর্মসূচিতে যোগ দিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী
Posted On:
16 FEB 2025 12:28PM by PIB Kolkata
মুম্বাই, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
ফিট ইন্ডিয়া আন্দোলনের অন্যতম কর্মসূচি ‘সানডেজ অন সাইকেল’ – এর আয়োজন করা হ’ল মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া’য়। এখান থেকে শারীরিক সচলতা বজায় রাখা এবং পরিবেশ-বান্ধব জীবনশৈলীর বার্তা নিয়ে রওনা হলেন দেশের বিভিন্ন প্রান্তের ৫০০ জন সাইকেল আরোহী। মেরিন ড্রাইভ হয়ে যাত্রা শেষ হ’ল গিরগাঁও চৌপাট্টিতে।
এই সাইকেল যাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। এই সপ্তাহে ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির বিশেষ বার্তা ছিল মেদ বহুলতা পরিহার করা।
সাইকেল যাত্রায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ছাড়াও যোগ দেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের কুশিলবেরা। ডঃ মান্ডভিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিকশিত ভারত গড়ে তোলায় নাগরিকদের সুস্থ-সবল থাকা জরুরি। যাতায়াতের কাজে সাইকেলের ব্যবহার যথাসম্ভব বাড়ানোর জন্য তরুণ প্রজন্মের কাছে আবেদন জানান তিনি। এরফলে, শারীরিক সচলতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন।
একই বার্তা নিয়ে নতুন দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামেও সাইকেল যাত্রার আয়োজন করা হয়। এতে সামিল হন ১৭০ জন সাইকেল আরোহী।
‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির সূচনা হয় গত বছর ১৭ ডিসেম্বর। ইতিমধ্যেই দেশের ৩ হাজার ৫০০টি জায়গায় এ ধরনের কর্মসূচির আয়োজন হয়েছে। যোগ দিয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ, ফিটনেস এক্সপার্ট এবং সাইকেল ক্লাবের প্রতিনিধিরা।
SC/AC/SB
(Release ID: 2104025)
Visitor Counter : 10