বিদ্যুৎমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের শক্তি রূপান্তর এগিয়ে নিয়ে যেতে নতুন দিল্লিতে আজ চতুর্থ ভারত-ব্রিটেন শক্তি আলোচনা

Posted On: 10 FEB 2025 8:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি , ২০২৫

 

কেন্দ্রীয় শক্তি, আবাসন, নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল এবং ব্রিটেনের শক্তি সুরক্ষা সচিব এড মিলিব্যান্ড-এর যৌথ সভাপতিত্বে চতুর্থ ভারত-ব্রিটেন শক্তি আলোচনা আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। 

শক্তি ক্ষেত্রের নানান দিক এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করা হয় বৈঠকে। সেইসঙ্গে সুস্থায়ী, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক জ্বালানীর ভবিষ্যৎ নিয়েও দায়বদ্ধতা ব্যক্ত করা হয়েছে। তাঁরা উভয়ে শক্তি রূপান্তর সুনিশ্চিত করার গুরুত্ব এবং আর্থিক অগ্রগতি সহ সকলের জন্য সাশ্রয়ী ও স্বচ্ছ জ্বালানীর সুযোগ নিয়েও  আলোচনা করেছেন। 

শক্তি সুরক্ষা সুনিশ্চিত করার গুরুত্ব এবং শক্তি বন্টনের প্রসার ও সহযোগিতার ক্ষেত্রকেও তাঁরা গুরুত্ব দিয়েছেন। সেইসঙ্গে শক্তি ক্ষেত্রে সংস্কার, শিল্পে শক্তি সক্ষমতা, কার্বন নির্গমন দূর, বৈদ্যুতিক যানবাহনের প্রসার সহ শক্তি সঞ্চয়, গ্রীন ডেটা সেন্টার এবং সমুদ্র উপকূলে বায়ু চালিত বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে এমএসএমই-র ওপর বেশি করে জোর দেওয়ার কথাও বলেছেন। 

ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক প্রসার সহযোগিতায় ভারতে স্মার্ট পাওয়ার এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দ্বিতীয় পর্বের সূচনা করেন তাঁরা। এর লক্ষ্য হল, শক্তি সরবরাহে ২৪ ঘণ্টা কারিগরি সহায়তা প্রদান, শিল্প শক্তি দক্ষতা প্রসার এবং শক্তি মন্ত্রক এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সমন্বয়ে কার্বন নির্গমন দূরীকরণ।

তাঁরা উভয়ে দ্বিপাক্ষিক কারিগরি সহযোগিতা ও বিনিয়োগ প্রসারের মাধ্যমে উৎপাদন প্রসার এবং কর্মসংস্থানের সুযোগে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ব্রিটেনের Energy Systems Catapult এবং ভারতের পাওয়ার ট্রেডিং কর্পোরেশনের মধ্যে সহযোগিতা সহ গ্রীন হাইড্রোজেন এবং উপকূলবর্তী এলাকায় বায়ু চালিত বিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন।   

উপকূলবর্তী এলাকায় বায়ু চালিত বিদ্যুৎ উৎপাদন নিয়ে ভারত ও ব্রিটেন যৌথ টাস্কফোর্স গঠন করা কথা ঘোষণা করা হয়েছে যা এই পরিমণ্ডলের উন্নতি সাধন, সরবরাহ শৃঙ্খল এবং এক্ষেত্রে উভয় দেশের মধ্যে অর্থ লগ্নির ওপর জোর দেবে। ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন মিলিব্যান্ড। সেইসঙ্গে তিনি বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন কর্মসূচি নিয়ে পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনায় ভারতের অভিজ্ঞতা ভাগ করে নিতে গভীর আগ্রহ দেখিয়েছেন। 

বৃহত্তর শক্তি সুরক্ষা এবং ব্যবহারগত সুযোগকে সুনিশ্চিত করতে শক্তি বাজারের নিয়ন্ত্রণবিধির গুরুত্ব সম্পর্কে তাঁরা সহমত হয়েছেন। এই লক্ষ্যে তাঁরা জলবায়ুগত পরিবর্তন প্রতিরোধে গড়ে ওঠা উদ্যোগের অধীন জ্বালানী ক্ষেত্রে সংস্কার কর্মসূচিতে পারস্পরিক সহায়তা অক্ষুন্ন রাখতে উভয়ে সম্মত হয়েছেন। এছাড়াও ব্রিটেনের অফিস অফ গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিসিটি মার্কেট (ওএফজিইএন) এবং ভারতের সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (সিইআরসি)-র মধ্যে একটি নতুন টার্স্কফোর্স গড়ে পুনর্নবীকরণযোগ্য শক্তিকে সংহত এবং ভারতে গ্রিড রূপান্তরের সহায়তা করা হবে। 

উভয়ের স্বার্থে শক্তি রূপান্তরের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে তাঁরা দুজনেই ভারত-ব্রিটেন শক্তি আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন। সেইসঙ্গে সুস্থায়ী স্বচ্ছ জ্বালানী সরবরাহ শৃঙ্খল এবং আর্থিক অগ্রগতির লক্ষ্যে সুরক্ষিত বাতাবরণকেও তা সুনিশ্চিত করবে।

তাঁরা উভয়ে সর্বাত্মক কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ প্রসারে সহমত ব্যক্ত করেছেন। সেইসঙ্গে ২০২৬-এ পঞ্চম ভারত-ব্রিটেন শক্তি আলোচনা বিষয়েও আশা ব্যক্ত করেছেন। উভয়ের মধ্যে আলোচনা শেষে বেস্ট প্র্যাকটিসেস কমপেনডিয়াম অফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি এফিসিয়েন্সি/ডি কার্বোনাইজেশন এবং পাথওয়েজ ফর এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড ডি কার্বোনাইজেশন ইন দ্য ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম সেক্টর নিয়ে সংকলনের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। 

 

SC/AB/NS


(Release ID: 2101720) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Punjabi