উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

কৃষকরা রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী ও স্বাবলম্বী : উপরাষ্ট্রপতি

Posted On: 09 FEB 2025 2:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি ২০২৫

 

উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় বলেছেন যে ভারতীয় কৃষকরা প্রকৃত অর্থেই দেশবাসীকে অন্ন যুগিয়ে থাকেন। তাই তাঁদের কোন অবস্থাতেই অন্যের ওপর নির্ভরশীল থাকার প্রয়োজন পড়ে না। 

আজ চিতোরগড়ে অখিল মেওয়ার অঞ্চলের জাট মহাসভায় ভাষদানকালে উপরাষ্ট্রপতি বলেন, "কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতির ওপর নির্ভরশীল ভারতের উন্নয়ন। কারণ, কৃষকরা হলেন আমাদের অন্নদাতা। তাই অন্যের ওপর তাঁদের নির্ভরশীল হওয়ার কোন প্রয়োজন পড়ে না। শুধু তাই নয়, কৃষকরা যথেষ্ট পরিশ্রমী। তাই, রাজনৈতিক দিক থেকে যেমন তাঁরা শক্তিমান, অর্থনৈতিক দিক থেকেও তাঁরা বহুলাংশে স্বাবলম্বী।"

শ্রী ধনখড় আরও বলেন যে যাই ঘটুক না কেন এবং যতই বাধা-বিপত্তি আসুক না কেন, উন্নয়নের লক্ষ্যে ভারতের যাত্রাপথে কৃষক সমাজের ভূমিকাকে কেউই অস্বীকার করতে পারেন না। তাই, সরকারি প্রশাসন ও পরিচালন ব্যবস্থা সর্বদাই কৃষকসমাজের প্রতি শ্রদ্ধাশীল। 

উপরাষ্ট্রপতি বলেন, "২৫ বছর আগে জাট সংরক্ষণ আন্দোলনের সূত্রপাত হয়। ঐ সময় এখানে যে কাজ হয়েছে তা আজ আমি ২৫ বছর পরেও প্রত্যক্ষ করতে পারছি। তাঁদের সংগ্রাম ছিল সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে। এই সূত্র ধরে জাট এবং আরও কিছু সম্প্রদায় সংরক্ষণের ক্ষেত্রে প্রাধান্য লাভ করে। সেই সময় সমাজের যেসমস্ত বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে আমিও হলাম অন্যতম। এই পবিত্রভূমিতে আমরা গড়ে তুলেছিলাম দেবনগরী-কে, যা মেওয়ারের হরিদ্বার নামে সুপরিচিত। সেই সময়কালের সাফল্য আজ প্রতিফলিত এই রাজ্য তথা দেশের প্রশাসনিক সেবার মধ্যে। সংরক্ষণের সুফলের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সামাজিক ন্যায়। যাঁরা তার ফলে উপকৃত হয়েছিলেন তাঁদের অনেকে এখন সরকারি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। আমি তাঁদের সকলের উদ্দেশে একটাই আবেদন জানাবো যে সামাজিক ন্যায়ের লক্ষ্যে যাঁরা তাঁদের সমর্থনের জন্য সচেষ্ট হয়েছিলেন তাঁদের কখনই বিস্মৃত না হওয়ার জন্য।"

 

SC/SKD/AS


(Release ID: 2101204) Visitor Counter : 24