নারীওশিশুবিকাশমন্ত্রক
মিশন পোষণ ২.০-র আওতায় অঙ্গনওয়াড়ি কর্মীরা যথাযথ নজরদারি এবং পরিষেবা দানের জন্য স্মার্টফোনের ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগতভাবে দক্ষ হয়ে উঠেছেন
Posted On:
07 FEB 2025 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মহিলাদের পুষ্টির উন্নতির জন্য ২০১৮ সালের ৮ মার্চ পোষণ অভিযানের সূচনা হয়। পোষণ অভিযানের আওতায় অঙ্গনওয়াড়ি কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ইনক্রিমেন্টাল লার্নিং অ্যাপ্রোচ (আইএলএ) অন্তর্ভুক্ত করা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনে অপুষ্টির সমস্যা মোকাবিলা করতে অঙ্গনওয়াড়ি পরিষেবা, পোষণ অভিযান এবং উচ্চাকাঙ্খী জেলা ও উত্তর পূর্বাঞ্চলের ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরী মেয়েদের জন্য প্রকল্প একছাতার তলায় নিয়ে এসে সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০ (মিশন পোষণ ২.০)-তে অন্তর্ভুক্ত করা হয়।
মিশন পোষণ ২.০-এর আওতায় অঙ্গনওয়াড়ি কর্মীরা যাতে যথাযথ নজরদারি এবং পরিষেবা চালাতে পারেন তার জন্য স্মার্টফোনের ব্যবহারের মাধ্যমে তাদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি সরবরাহ ব্যবস্থাপনাকে শক্তিশালী করে তুলতে ও স্বচ্ছতা আনতে এবং অপচয় রোধে তথ্য প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে দৈনিক উপস্থিতি, গরম রান্না করা খাবারের ব্যবস্থা, শিশুদের ওজন সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা তা খতিয়ে দেখার মতো বিষয়গুলির তথ্য সঠিক সময়ে সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে।
সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য পুষ্টি ও শিক্ষা সম্পর্কিত লার্নিং মডেলগুলি পোষণ ট্র্যাকারে সহজেই উপলব্ধ রয়েছে। এর পাশাপাশি ৬ বছরের কম বয়সী শিশুদের প্রতি প্রারম্ভিক শৈশবে যত্নশীল হতে এবং পুষ্টি পরিষেবা প্রদানের জন্যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ২০২৩ সালের ১০ মে পোষণ ভি
পড়াই ভি (পিবিপিবি) উদ্যোগ চালু করা হয়েছিল।
মিশন পোষণ ২.০ কর্মসূচিতে পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবার কাজে উৎসাহ দানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের প্রতিমাসে যথাক্রমে ৫০০ এবং ২৫০ টাকা করে উৎসাহভাতা দেওয়া হয়ে থাকে, যাতে তারা শিশুদের ওজন মাপা থেকে বাড়ি বাড়ি পরিদর্শন করে এবিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে পারেন।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতি সাবিত্রী ঠাকুর।
SC/ SS /AG
(Release ID: 2100937)
Visitor Counter : 25