যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ফোনের মাধ্যমে জালিয়াতি রুখতে পদক্ষেপ

Posted On: 06 FEB 2025 3:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

টেলিকম সম্পদ ব্যবহারের মাধ্যমে সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতি রুখতে ও নাগরিকদের সুরক্ষা দিতে টেলিযোগাযোগ দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে। 

(১) ভুয়ো তথ্য দিয়ে নেওয়া মোবাইল সংযোগ চিহ্নিত করতে একটি ব্যবস্থাপনা তৈরি হয়েছে এবং এ সংক্রান্ত যাচাইয়ের জন্য টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

(২) চালু করা হয়েছে নাগরিক-কেন্দ্রিক ‘সঞ্চার সাথী’ উদ্যোগ। এই পরিষেবার মাধ্যমে https://sancharsaathi.gov.in ওয়েবপোর্টাল এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে :
(ক) সন্দেহজনক এবং অবাঞ্ছিত বাণিজ্যিক টেলিফোন সংযোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে।
(খ) গ্রাহকরা নিজেদের মোবাইল সংযোগ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং যে সংযোগ তাঁদের নামে নয়, তাও জানাতে পারবেন।
(গ) চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল হ্যান্ডসেট নিষ্ক্রিয় ও চিহ্নিত করার আবেদন জানানো যাবে।
(ঘ) মোবাইল হ্যান্ডসেটের সঠিক গুণমান সম্পর্কে জানতে পারা যাবে।

(৩) সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতির মোকাবিলায় টেলিকম সম্পদের অপব্যবহার নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করতে গড়ে তোলা হয়েছে ডিজিটাল গোয়েন্দা মঞ্চ। এর আওতায় রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, পুলিশ, বিভিন্ন নিরাপত্তা সংস্থা, ভারতীয় সাইবার ক্রাইম মোকাবিলা কেন্দ্র এবং টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। 

(৪) টেলিযোগাযোগ দপ্তর এবং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ভারতীয় নম্বরের ছদ্মবেশে অন্য দেশের অবাঞ্ছিত কল বন্ধ করার জন্য একটি ব্যবস্থাপনা তৈরি করেছে। এই ধরনের কলের মাধ্যমে সম্প্রতি ভুয়ো ডিজিটাল অ্যারেস্ট, বিদেশি মুদ্রা সংক্রান্ত জালিয়াতি, মাদক পাচার, সরকারি আধিকারিকদের নাম ভাঁড়ানো ইত্যাদি কাজ করেছে দুষ্কৃতিরা।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল https://cybercrime.gov.in –এ সাধারণ মানুষ যে কোনো সাইবার অপরাধমূলক কাজকর্ম সম্পর্কে নালিশ জানাতে পারেন।

টেলিযোগাযোগ দপ্তর ২০২৪-এর ২১ নভেম্বর টেলিযোগাযোগ সাইবার নিরাপত্তা বিধি এবং ২০২৪-এর ২২ নভেম্বর ক্রিটিক্যাল টেলি-কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার বিধি সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে টেলিযোগাযোগ আইন, ২০২৩-এর আওতায়। ভারতীয় টেলিযোগাযোগ ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো সাইবার উদ্যোগ এর মাধ্যমে চিহ্নিত করা যাবে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম এবং প্রেস বিবৃতি দিয়েও সাধারণ মানুষকে সচেতন করে তোলা হচ্ছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন যোগাযোগ প্রতিমন্ত্রী ডঃ পেম্মাসানি চন্দ্রশেখর।

 

SC/AC/DM


(Release ID: 2100321) Visitor Counter : 44