তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাকুম্ভ ২০২৫: বসন্ত পঞ্চমীতে তৃতীয় অমৃত স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে অবগাহন করেছেন

Posted On: 03 FEB 2025 9:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫ 

 

প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে বসন্ত পঞ্চমীর তৃতীয় অমৃত স্নান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানে অংশ নেন। কুম্ভ মেলায় কেবলমাত্র বিশ্বাস, আস্থা ও ভক্তিই প্রতিফলিত হয় না, তা ঐক্য, একতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বিশুদ্ধ রূপ। 
রাজ্য সরকার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বসন্ত পঞ্চমীতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন মোট ২ কোটি ৩৩ লক্ষ পুণ্যার্থী। ‘বসুধৈব কুটুম্বকম্‌’ – এই ভাবধারার বশবর্তী হয়ে ভারত ও বিশ্বের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা এই পবিত্র স্নানে যোগ দেন। এই স্বর্গীয় অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাধু, সন্ত, যোগী, বিদ্বান এবং ভক্তদের যোগদান প্রকৃত অর্থেই একে এক আন্তর্জাতিক উৎসবের রূপ দেয়। 
এই পবিত্র দিনটির বিশেষত্ব হ’ল – আগের রাত থেকেই পুণ্যার্থীরা সঙ্গম এলাকায় সমবেত হতে থাকেন। কুম্ভ মেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ, স্বচ্ছতা কর্মী, স্বেচ্ছাসেবী, মাঝি, সমস্ত সরকারি দপ্তরের সমন্বিত প্রয়াসে এই পবিত্র ঐতিহাসিক অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। 
বসন্ত পঞ্চমীর তৃতীয় অমৃত স্নান উপলক্ষে বিশেষ স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। এর লক্ষ্য হ’ল – এলাকাকে পরিচ্ছন্ন রাখা। এই উদ্দেশ্য সাধনে ১৫ হাজার স্বচ্ছতা কর্মী এবং ২ হাজার ৫০০-রও বেশি গঙ্গা সেবা দূত নিরলস কাজ করেছেন। সাধু-সন্ত ও ভক্তদের জন্য অখন্ডের যাত্রাপথকে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়। মেলা প্রাঙ্গণ থেকে দ্রুততার সঙ্গে কোনও আবর্জনা সরিয়ে ফেলতে এবং স্বচ্ছতা রক্ষায় সারাক্ষণ ‘ক্যুইক রেসপন্স টিম’ মোতায়েন ছিল। মাঝিদের সাহায্যে ও স্টিমারের মাধ্যমে সঙ্গম-স্থল পরিষ্কার রাখতে জল ছেটানো হয়। 
কুম্ভমেলা ২০২৫ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে প্রতিপন্ন করতে সফল হয়েছে। অনুষ্ঠানের জনপ্রিয়তা এবং সাংস্কৃতিক গুরুত্ব বিশ্ববিদিত। বিদেশি পুণ্যার্থীরা ভারতীয় সংস্কৃতি ও ভাবধারায় গভীরভাবে প্রভাবিত হয়ে পবিত্র গঙ্গাস্নান ও ভারতীয় ধার্মিক ও সাংস্কৃতিক প্রক্রিয়ায় যোগদান করেছেন। 

 

SC/AB/SB


(Release ID: 2099627) Visitor Counter : 23