শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
ই-শ্রম : অসংগঠিত শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থাপনা
Posted On:
03 FEB 2025 4:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ২০২১ সালের ২৬ আগস্ট অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় স্তরে একটি সুসংহত তথ্যভাণ্ডার গড়ে তুলতে ই-শ্রম পোর্টাল eshram.gov.in-এর সূচনা করে। এক্ষেত্রে নাম নথিভুক্ত করার সময় আধার সংখ্যার প্রয়োজন হয়।
গত ২৮ জানুয়ারির হিসাব অনুসারে, ৩০ কোটি ৫৮ লক্ষের বেশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এই পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করেছেন। গত বছর এখানে মোট ১ কোটি ২৩ লক্ষ নাম নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে প্রতিদিন গড়ে ৩৩ হাজার ৭০০টি নাম নথিভুক্ত হয়েছে।
ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করলে সংশ্লিষ্ট শ্রমিকের একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর তৈরি হয়। এই অ্যাকাউন্ট নম্বরকে ব্যবহার করে ঐ শ্রমিক নিজের প্রয়োজন অনুসারে কাজের সন্ধান পেতে পারেন। এছাড়াও, ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনা’য় সংশ্লিষ্ট শ্রমিক পেনশন প্রকল্পে যুক্ত হতে পারেন। তবে, ঐ শ্রমিকের বয়স হতে হবে ১৮-৪০-এর মধ্যে। অসংগঠিত ক্ষেত্রের ঐ শ্রমিকের বয়স ৬০ হলে প্রতি মাসে তিনি ৩ হাজার টাকা করে পেনশন পাবেন। এই পেনশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার এবং শ্রমিক সমহারে অর্থ জমা রাখবেন।
এই পোর্টালে পরিযায়ী শ্রমিকদের পরিবারের বিস্তারিত তথ্য জমা রাখা হয়। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদেরও যাবতীয় তথ্য এখানে থাকে। দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রক স্কিল ইন্ডিয়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে ই-শ্রম পোর্টালে নথিভুক্ত শ্রমিকদের দক্ষতা বিকাশের জন্য নানা কর্মসূচি গ্রহণ করে। এছাড়াও, myScheme পোর্টালটিকেও এই পোর্টালের সাথে যুক্ত করা হয়েছে।
‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’, ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা’, ‘আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’, ‘প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি (পিএম-স্বনিধি)’, ‘পিএম আবাস যোজনা - আর্বান’, ‘পিএম আবাস যোজনা – গ্রামীণ’, ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প’-এর মতো ১২টি প্রকল্প এই পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ৭ জানুয়ারি ‘ভাষিণী’ পোর্টালের সহায়তায় ই-শ্রম-এর বিভিন্ন তথ্য নানা ভাষাভাষির মানুষের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রীমতী শোভা করন্দলাজে।
SC/CB/DM
(Release ID: 2099356)
Visitor Counter : 50