পরিবেশওঅরণ্যমন্ত্রক
উত্তরপ্রদেশের গোন্ডায় পার্বতী আর্গা রামসর ক্ষেত্রে বিশ্ব জলাভূমি দিবস ২০২৫ উদযাপিত। এবারের থিম ‘আমাদের সকলের ভবিষ্যতের জন্য জলাভূমি রক্ষা’
Posted On:
02 FEB 2025 6:40PM by PIB Kolkata
নতুনদিল্লি ২ ফেব্রুয়ারি ২০২৫
উত্তরপ্রদেশের গোন্ডার জন্য এ এক ঐতিহাসিক দিন। সেখানে পার্বতী আর্গা রামসর ক্ষেত্রে বিশ্ব জলাভূমি দিবস ২০২৫ উদযাপনের আয়োজন করল কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং। কেন্দ্র এবং রাজ্য সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এবছরের থিম ‘আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য জলাভূমি রক্ষা’ –এর সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য এবং সুস্থায়ী জীবিকায় জলাভূমির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এবছরের থিমের উদ্দেশ্য সহযোগিতা এবং দূরদর্শিতার প্রয়োজনীয়তা। সমৃদ্ধ জীববৈচিত্র্য, উৎপাদনশীল পরিমণ্ডলকে মূল্য দেওয়া এবং রক্ষা করার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে অনুপ্রাণিত করবে এমন কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়েছে, যেখানে আমরা একসঙ্গে আমাদের সাধারণ ভবিষ্যৎ এবং সুস্থতাকে রক্ষা করতে পারি।
অনুষ্ঠানে ভাষণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোন্ডা জেলার পরিবেশ রক্ষা এবং সংরক্ষণে শ্রী কীর্তিবর্ধন সিং-এর একনিষ্ঠ প্রয়াসের প্রশংসা করেন। এই এলাকাতেই আছে পার্বতী আর্গা পাখিরালয় এবং টিকরি বনাঞ্চল। তিনি বলেন, দুটি জায়গাই অযোধ্যার কাছাকাছি হওয়ায় সেখানে ইকো ট্যুরিজম হাব তৈরির প্রভূত সম্ভাবনা আছে। সেখানে পর্যটকরা প্রকৃতির সঙ্গে নিজেদের সংযোগ ঘটানোর সুযোগ পাবেন। জলাভূমিতে নিয়মিত জল সরবরাহ বজায় রাখার জন্য সরযূ খালের সঙ্গে জলাভূমির সংযোগ ঘটানোর উদ্যোগকে তিনি স্বাগত জানান। তিনি বলেন, পার্বতী আর্গা দীর্ঘদিন ধরেই সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পরিচিত। এবার ওই জায়গাটি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। দেশে রামসর ক্ষেত্রগুলির গুরুত্ব বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, কয়েক হাজার কিলোমিটার দূর থেকে পরিযায়ী পাখিরা পার্বতী আর্গায় এসে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্ব জলাভূমি দিবস ২০২৫ উপলক্ষে ভবিষ্যতের জন্য জলাভূমি রক্ষায় সরকারের দায়বদ্ধতার পুনরুল্লেখ করে কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব জলাভূমি রক্ষায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অভূতপূর্ব প্রয়াসে কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন: “এই প্রয়াসের জন্যই আমাদের রামসর ক্ষেত্রের সংখ্যা পৌঁছেছে ৮৯-তে। ভারতে রামসর ক্ষেত্রের ধারাবাহিক বৃদ্ধির মাধ্যমে ভারত প্রকৃতি সংরক্ষণ এবং তাকে সমৃদ্ধ করা, এই দুটি বিষয়েই দায়বদ্ধতা প্রকাশ করেছে।”
গো্ণ্ডায় বিশিষ্ট জনেদের সমাবেশে ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং বলেন, পার্বতী আর্গার সার্বিক উন্নয়নের অগ্রগতি হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে। অযোধ্যা ও দেবী পাটানের মধ্যে প্রকৃতি-সংস্কৃতি পর্যটন করিডর তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেন তিনি, যাতে কর্মসংস্থানের সুবিধা বাড়বে। তিনি আরও বলেন, পরিবেশ- পর্যটনের প্রসারে উত্তরপ্রদেশ সরকার টিকরি অরণ্যকে মুক্ত সাফারি অঞ্চল হিসেবে তৈরি করছে। যারফলে, অওধ অঞ্চলে পর্যটন বৃদ্ধি পাবে।
SC/AP/CS
(Release ID: 2099140)
Visitor Counter : 7