যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫-এর মহাকুম্ভে কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলি নিয়ে আয়োজিত প্রদর্শনীর পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর মহা নির্দেশক

Posted On: 02 FEB 2025 3:21PM by PIB Kolkata

নতুনদিল্লি ২ ফেব্রুয়ারি ২০২৫

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর মহা নির্দেশক শ্রী যোগেশ কুমার বাওয়েজা প্রয়াগরাজের মহাকুম্ভে ‘জন ভাগিদারি সে জনকল্যাণ’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনী পরিদর্শন করেছেন। প্রদর্শনীতে গত ১০ বছরে ভারত সরকারের কর্মসূচি, নীতি, প্রকল্প এবং সাফল্যগুলি তুলে ধরা হয়েছে।

প্রদর্শনী ঘুরে দেখার পরে মহা নির্দেশক বলেন যে, প্রদর্শনীতে ভারত সরকারের কর্মসূচি এবং সাফল্যগুলি ঠিকভাবে তুলে ধরা হয়েছে। অ্যানামরফিক ওয়াল, এলইডি টিভি স্ক্রিন এবং হলোগ্রাফিক সিলিন্ডারের মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে প্রস্তত এই মাল্টিমিডিয়া প্রদর্শনীতে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে আরও ভালোভাবে তথ্য দেওয়া হয়েছে। তিনি বলেন যে, এই প্রদর্শনীর লক্ষ্য, সরকারের প্রয়াস এবং উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে জানানো, যাতে তাঁরা এইসব নীতি, প্রকল্প এবং কর্মসূচি থেকে উপকৃত হতে পারেন।

পরিদর্শনকালে মহা নির্দেশক ২০২৫-এর মহাকুম্ভে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের করা কাজের খতিয়ান নেন এবং সিবিসি ও পিআইবি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। তিনি সকলকে সমন্বয় রেখে কার্যকরীভাবে যোগাযোগ এবং প্রচারমূলক কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

জাতীয় ঐক্যের জন্য সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং নীতি প্রসঙ্গে ভক্ত এবং দর্শকদের জন্য এই ডিজিটাল প্রদর্শনী একটি উদ্ভাবনীমূলক মঞ্চ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এর থিম ‘ঐক্যই সমাজের শক্তি’। দেশ গড়তে ‘এক দেশ এক কর’, ‘এক দেশ এক গ্রিড’ এবং ‘এক দেশ এক রেশন কার্ড’-এর মতো সরকারি উদ্যোগগুলি প্রদর্শিত হয়েছে।

এছাড়াও প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে উদ্যোগপতি, স্বনির্ভরতা এবং অর্থনৈতিক ক্ষমতায়ণ সংক্রান্ত কর্মসূচিগুলি। জনকল্যাণে জন ভাগিদারির ভাবনার প্রকাশ ঘটানো হয়েছে। ভক্তরা এই প্রদর্শনী থেকে শুধুমাত্র সরকারি কর্মসূচিগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন তা নয়, দেশ গঠনে তাঁদের নিজের ভূমিকা সম্পর্কেও আরও সচেতন হচ্ছেন।

 

SC/AP/CS


(Release ID: 2099067) Visitor Counter : 45