বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

হিমাচল প্রদেশের সিল/সুনানিতে আদর্শ জলবায়ু উপযোগী গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন

Posted On: 20 JAN 2025 7:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ জানুয়ারি ২০২৫

 

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন এবং সেখানে জলবায়ু উপযোগী পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে হিমাচল প্রদেশের সোলান জেলায় বাওয়াসি গ্রাম পঞ্চায়েতের সিল/সুনানিতে গত ২০ জানুয়ারি জলবায়ু উপযোগী আদর্শ গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। ২০২৩ সালের ১৪ অগাস্ট ওই এলাকায় বিধ্বংসী মেঘভাঙা বৃষ্টিতে ভূমিধ্বস নেমেছিল, যার ফলে সম্পত্তি ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়। 

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – সিএসআইআর, হিমাচল প্রদেশ সরকার, বাল রক্ষা ভারত ও জি এন্টারটেনমেন্টের যৌথ উদ্যোগে এক সার্বিক পুনরুজ্জীবন প্রকল্পের মাধ্যমে এই গ্রামটির পুনর্গঠন এবং এটিকে ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলার উপযোগী করে তোলার প্রয়াস হাতে নেওয়া হয়েছে। এর আওতায় আবাসন, স্কুল, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, কমিউনিটি সেন্টার গড়ে তোলা হবে। সেই সঙ্গে জীবিকা ও কৃষির সহায়তায় প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসআইআর-এর সচিব এবং সিএসআইআর-এর মহাসচিব ডঃ শ্রীমতী এন কালাইসেলভি। স্থানীয় বিধায়ক শ্রী রামকুমার চৌধুরী বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন। 

ডঃ কালাইসেলভি পরিকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা সুবিধার উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়নে জোর দেন। দেশজুড়ে এই ধরনের প্রকল্পে কারিগরি দক্ষতা ও জ্ঞানভিত্তিক সহায়তায় সিএসআইআর-এর অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 

সিএসআইআর – সিবিআরআই-এর অধিকর্তা অধ্যাপক আর প্রদীপ কুমার আশ্রয়স্থল, সড়ক, পানীয় জল ব্যবস্থা, শৌচব্যবস্থা, স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি হলের মতো পরিকাঠামো নির্মাণে সিএসআইআর-এর কারিগরি অবদান সম্পর্কে বিশদে জানান। 

বিপর্যয়ের পর ব্যাপক গবেষণার ওপর ভিত্তি করে জলবায়ু উপযোগী ভবন ও জীবিকা সহায়ক নির্মাণের প্রযুক্তি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। দর্শকরা এর উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী পরিকল্পনার প্রশংসা করেন। 

স্থানীয় বাসিন্দাদের চাহিদা ও প্রয়োজন ভালোভাবে বুঝতে বিশিষ্ট ব্যক্তিরা মহিলা ও শিশুদের সঙ্গে কথা বলেন। এই উদ্যোগের সাফল্য নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন। 

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জলবায়ু উপযোগী পরিকাঠামো গড়ে তুলে সেখানকার সুস্থিত উন্নয়ন এবং বাসিন্দাদের জীবনযাপনের মানোন্নয়নের যে অঙ্গীকার ভারত সরকার করেছে, এই সহযোগিতামূলক প্রয়াস তারই অঙ্গ।


SC/SD/AS


(Release ID: 2094781) Visitor Counter : 35


Read this release in: English , Urdu , Hindi