সংস্কৃতিমন্ত্রক
দিল্লির ন্যাশনাল সায়েন্স সেন্টারে ১৮ জানুয়ারি শুরু হতে চলেছে জাতীয় বিজ্ঞান নাট্যোৎসব ২০২৪-২৫
Posted On:
17 JAN 2025 1:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৫
দিল্লির ন্যাশনাল সায়েন্স সেন্টারে ১৮ জানুয়ারি শুরু হতে চলেছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (এনসিএসএম)-এর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জাতীয় বিজ্ঞান নাট্যোৎসব ২০২৪-২৫। এর আগে এই নাট্যোৎসব দেশের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা ও ব্লক স্তরে আয়োজন করা হয়। যেখানে ৪০ হাজারেরও বেশি ছাত্রছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। শিক্ষা ও বিনোদনের মোড়কে তারা সৃজনশীল বিজ্ঞান নাটক প্রদর্শন করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের মতো বিষয়গুলি ফুটে ওঠে তাদের নাটকে।
১৮ই জানুয়ারি, সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি বিশিষ্ট নাট্য ও ভয়েস ওভার শিল্পী ডঃ সুচিত্রা গুপ্ত। দু’দিন ধরে চলবে এই অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টর ও বিশিষ্ট চলচ্চিত্র এবং নাট্য অভিনেতা শ্রী চিত্তরঞ্জন ত্রিপাঠী।
বিজ্ঞান এবং সাহিত্যের মেলবন্ধন বিজ্ঞান ভিত্তিক মানসিকতা গড়ে তোলে। কু-সংস্কার প্রতিরোধে সাহায্য করে। এমনকি আজকের বিশ্বে সচেতন নাগরিক করে তোলে। তাই বলাই যায়, তরুণ ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পূর্বের মতো এবারেও এই নাট্যোৎসব আকর্ষণীয় হয়ে উঠবে।
SC/SS/SKD
(Release ID: 2093728)
Visitor Counter : 21