প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজ, ২০২৫-এর সম্পূর্ণ ও চূড়ান্ত মহড়া দেখার প্রবেশপত্র পাওয়া যাচ্ছে আমন্ত্রণ পোর্টাল এবং অ্যাপ-এ

Posted On: 14 JAN 2025 5:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৫

 

সাধারণতন্ত্র দিবস উদযাপন প্রত্যক্ষ করার প্রবেশপত্রের নজিরবিহীন চাহিদার প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রক ২৩ জানুয়ারি, ২০২৫ কর্তব্য পথে ঐ সমারোহের চূড়ান্ত মহড়া দেখার জন্য প্রবেশপত্র বিতরণ করছে। এজন্য সরাসরি নিবন্ধন করা যাবে এই দুটি পোর্টাল বা মঞ্চ থেকে :

*আমন্ত্রণ পোর্টাল (aamantran.mod.gov.in)

* আমন্ত্রণ মোবাইল অ্যাপ – যা মোবাইল সেবা অ্যাপ স্টোর কিংবা এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করা যাবে :

২৩ জানুয়ারির অনুষ্ঠানের প্রবেশপত্রের নিবন্ধীকরণ শুরু হয়েছে ১৩ জানুয়ারি, ২০২৫। এই প্রক্রিয়া চলবে ১৭ জানুয়ারি, ২০২৫ সকাল ৯টা পর্যন্ত (প্রবেশপত্রের সংখ্যা সীমিত)।

 

সাধারণতন্ত্র দিবস, ২০২৫ সমারোহে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে এই পদক্ষেপের মধ্যে। সাধারণতন্ত্র উদযাপন, ২০২৫ সম্পর্কিত তথ্যাদি দেখা যাবে এই ওয়েবসাইটে – rashtraparv.mod.gov.in.

 

SC/AC/DM.


(Release ID: 2092865) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Tamil