প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় নৌ-সেনার বিমান স্টেশন ‘আইএনএস রাজলী’ পরিদর্শন প্রতিরক্ষা সচিবের

Posted On: 14 JAN 2025 4:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৫ 

 

১৩ জানুয়ারি, ২০২৩-এ তামিলনাডুর আরক্কোনামের কাছে ভারতীয় নৌ-সেনার বিমান স্টেশন ‘আইএনএস রাজলী’ পরিদর্শন করেন প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং। তাঁকে এই বিমান স্টেশনের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়। সেইসঙ্গে, এখানকার অত্যাধুনিক পরিকাঠামো এবং সামুদ্রিক নজরদারির কৌশলগত গুরুত্ব তাঁর কাছে তুলে ধরা হয়। 


‘আইএনএস রাজলী’র কমান্ডিং অফিসার কমোডর কপিল মেহতা ভারত মহাসাগর অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে এই বিমান স্টেশনের ভূমিকার কথা প্রতিরক্ষা সচিবের কাছে তুলে ধরেন। সেইসঙ্গে, যে কোনও ধরনের পরিস্থিতির মোকাবিলায় নৌ-সেনার প্রস্তুতি সম্পর্কে তাঁকে জানান। 

 

SC/MP/SB


(Release ID: 2092847) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi , Tamil