প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

দ্বিতীয় বহু উদ্দেশ্যসাধক জলযান ‘উৎকর্ষ’-এর যাত্রার সূচনা

Posted On: 13 JAN 2025 9:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৫

 

দুটি বহু উদ্দেশ্যসাধক জলযানের দ্বিতীয়টি, ‘উৎকর্ষ’-এর যাত্রার সূচনা হল চেন্নাইয়ে ভারতীয় নৌ-সেনার মেসার্স এল অ্যান্ড টি শিপইয়ার্ডে। আজ এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং এবং ভারতীয় নৌ-সেনার শীর্ষ আধিকারিকরা।

প্রতিরক্ষা মন্ত্রক এবং মেসার্স এল অ্যান্ড টি শিপইয়ার্ড-এর মধ্যে দুটি বহু উদ্দেশ্যসাধক জলযান তৈরির বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় ২০২২-এর ২৫ মার্চ। এই জলযানগুলি জাহাজ টেনে নিয়ে যাওয়া, গুরুত্বপূর্ণ বস্তু উৎক্ষেপণ ও উদ্ধার, মানববিহীন স্বয়ংক্রিয় যানের পরিচালন কিংবা দেশে নির্মিত অস্ত্র ও সেন্সরের পরীক্ষামূলক যাচাইয়ে সক্ষম। ১০৬ এম-এর এই জলযানগুলির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৫ নট। 

দেশে জাহাজ নির্মাণ এবং আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে জোরদার করায় ভারতীয় নৌ-সেনার উদ্যোগের প্রতীক এই জলযানগুলি।

 

SC/AC/DM


(Release ID: 2092744) Visitor Counter : 6


Read this release in: Urdu , English , Hindi