প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

চিফ অফ ডিফেন্স স্টাফ এনসিসি-র সাধারণতন্ত্র দিবস শিবির ২০২৫ পরিদর্শন করেছেন

Posted On: 13 JAN 2025 5:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩  জানুয়ারি , ২০২৫

 

চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান ১৩ জানুয়ারি ২০২৫ দিল্লি ক্যান্টনমেন্টে ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)-র সাধারণতন্ত্র দিবস শিবির ২০২৫ পরিদর্শন করেছেন। ভারতের ভবিষ্যৎ যুব সমাজের হাতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই ভাবনার কথা তুলে ধরেন তিনি। সিডিএস জোর দিয়ে বলেন, ভারতের জনসংখ্যার ২৭ শতাংশ তরুণ এবং বাস্তবিকই এই তরুণ এবং উৎসাহী মন দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি ক্যাডেটদের সাফল্য এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারত, পুনীত সাগর অভিযান, এক পেড় মা কে নাম-এর মতো বিভিন্ন সরকারি এবং সামাজিক উদ্যোগে তাঁদের অবদান এবং মবলঙ্কার শ্যুটিং প্রতিযোগিতায় ক্যাডেটদের সাফল্যের কথা তুলে ধরেন। 

জেনারেল অনিল চৌহান একটি তথ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেন, তা হল, জানুয়ারি জাতীয় স্তরে একটি গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে যুব দিবস, প্রবীণ দিবস, সেনা দিবস এবং সাধারণতন্ত্র দিবস পালন করা হয়ে থাকে। এনসিসি ক্যাডেটদের উৎকর্ষ অর্জনের জন্য সকল সময় প্রচেষ্টা করে যেতে, কখনও হাল ছেড়ে না দিতে এবং জীবনে আশাবাদী হতে উৎসাহ দেওয়ার মাধ্যমে সিডিএস তাঁর ভাষণ শেষ করেন। তাঁর ভাষণ শেষ হয় সোহনলাল দ্বিবেদীর লেখা ‘লহরোঁ সে ডর কর নৌকা পার নহি হোতী, কোশিশ করনেওয়ালোঁ কি হার নহি হোতী’ এই কবিতা আবৃত্তির মাধ্যমে। । 

অনুষ্ঠানের অঙ্গ হিসেবে চিফ অফ ডিফেন্স স্টাফ এনসিসি-র তিনটি শাখার ক্যাডেটদের ‘গার্ড অফ অনার’ পরিদর্শন করেন। এর পরেই কেরলের নিউম্যান কলেজ (গার্লস) ব্যান্ড দুর্দান্ত সঙ্গীত পরিবেশন করে। তিনি  ১৭টি এনসিসি ডিরেক্টরেটের ক্যাডেট দ্বারা প্রস্তুত বিভিন্ন সামাজিক সচেতনতা বিষয়ক  ‘ফ্ল্যাগ এরিয়া’ নিরীক্ষণ করেন। তাঁকে সংশ্লিষ্ট মডেলগুলি সম্পর্কে অবহিত করা হয়। এরপর তিনি ‘হল অফ ফেম’ পরিদর্শন করেন যেখানে তাঁকে এনসিসি-র ইতিহাস, প্রশিক্ষণ এবং সাফল্য সম্পর্কে অবহিত করা হয়। প্রতাপ প্রেক্ষাগৃহে ক্যাডেটদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকেন সিডিএস এবং অন্যান্য বিশিষ্ট অতিথি। 

 

SC/AP/NS


(Release ID: 2092673) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Marathi , Tamil