নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা এক বছরে ১৫.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে

Posted On: 13 JAN 2025 1:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৫

 

কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক (এমএনআরই) ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এক বছর সময়ে ব্যাপক উন্নতি হয়েছে। এই সাফল্য থেকে স্বচ্ছ শক্তির লক্ষ্যমাত্রা পূরণে ভারতের প্রতিশ্রুতিবদ্ধতার পরিচয় পাওয়া যায়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে পঞ্চামৃত লক্ষ্যমাত্রার ঘোষণা করেছিলেন, সেদিকেও এগিয়ে চলেছে ভারত।

২০২৪-এর ডিসেম্বর মাসে ভারতের মোট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা পৌঁছে ২০৯.৪৪ গিগাওয়াটে, যা এর আগের বছরের তুলনায় ১৫.৮৪ শতাংশ বেশি। ২০২৩-এর ডিসেম্বর মাসে ভারতের মোট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা ছিল ১৮০.৮০ গিগাওয়াট, এক বছরে মোট ২৮.৬৪ গিগাওয়াট ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

২০২৪-এ সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ৩৩.৪৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। ২০২৪ সালে মোট ৯৭.৮৬ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বায়ু শক্তির ক্ষেত্রেও ২০২৪ সালে অতিরিক্ত ৩.৪২ গিগাওয়াট শক্তি উৎপন্ন হয়েছে।

জৈব শক্তি এবং ছোট জলশক্তির ক্ষেত্রেও ব্যাপক উন্নতি হয়েছে। জৈব শক্তির ক্ষেত্রে এক বছরে ৪.৭০ শতাংশ ও জলশক্তির ক্ষেত্রে ২,২০ শতাংশ বৃদ্ধি হয়েছে। 

কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্য স্থির করেছেন তার বাস্তবায়নে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছেন। জলবায়ু রক্ষায় ভারতের প্রতিশ্রুতিবদ্ধতা এবং শক্তি নিরাপত্তা আরও মজবুত করতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। এক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে যে ব্যাপক উন্নতি হয়েছে তা ভারত সরকারের সাফল্যের পরিচায়ক।

 

SC/PM/SKD


(Release ID: 2092481) Visitor Counter : 14