রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ভিডিও বার্তার মাধ্যমে আইসিএআর রিসার্চ কমপ্লেক্সের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বার্তা রাষ্ট্রপতির

प्रविष्टि तिथि: 09 JAN 2025 9:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ জানুয়ারি , ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মেঘালয়ের উমিয়াম-এ উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলের মেঘালয়ে আইসিএআর রিসার্চ কমপ্লেক্সের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, উত্তর-পূর্ব অঞ্চল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও, কৃষির ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে, যার ওপর প্রায় ৭০ শতাংশ মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। আইসিএআর রিসার্চ কমপ্লেক্স এ পর্যন্ত ১০০-রও বেশি ধরনের খাদ্য শস্যের বীজ তৈরি করেছে, যা এই অঞ্চলের কৃষি জলবায়ু পরিস্থিতির উপযোগী। এই সংস্থা খাদ্য সুরক্ষা ও গ্রামীণ জীবন-জীবিকার উন্নতিতে সহায়তা করেছে। এই অঞ্চলে খাদ্য শস্যের উৎপাদন ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৫ বছরে উত্তর-পূর্বাঞ্চলে কৃষি-শিল্পোদ্যোগ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

রাষ্ট্রপতি বলেন, উত্তর-পূর্বাঞ্চল জৈব বৈচিত্র্য সম্পদে সমৃদ্ধ এবং এখানে দেশীয় বিশেষজ্ঞরাও রয়েছেন। আইসিএআর রিসার্চ কমপ্লেক্স স্থানীয় জ্ঞানের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে পারে। কৃষি ক্ষেত্রে পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আবেদন জানান। 

রাষ্ট্রপতি গত ৫০ বছর ধরে আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর নর্থ-ইস্টার্ন হিল রিজিয়ন যে ভূমিকা পালন করে আসছে, তার প্রশংসা করেন। রাষ্ট্রপতির আজ এই কমপ্লেক্স সফরের কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির জন্য তা স্থগিত রাখা হয়েছে। 


SC/MP/NS…


(रिलीज़ आईडी: 2091994) आगंतुक पटल : 55
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Malayalam