বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

‘গগনায়ন’-এর আওতায় ইসরোর ২০২৫-এর মহাকাশ অভিযানে ‘মনুষ্যহীন’ মিশনের অন্তর্ভুক্তি

Posted On: 09 JAN 2025 7:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ জানুয়ারি , ২০২৫

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং পিএমও, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র প্রসাদ আজ এক উচ্চপর্যায়ের বৈঠকে ইসরো-র আসন্ন মহাকাশ অভিযান পর্যালোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইসরো-র বিদায়ী চেয়ারম্যান ডঃ এস সোমনাথ, তাঁর উত্তরসূরী ডঃ ভি নারায়ণন সহ অন্যান্য আধিকারিকরা। ‘গগনায়ন’-এর আওতায় ইসরো-র ২০২৫-এর মহাকাশ অভিযানে ‘মনুষ্যহীন’ মিশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মিশন আগামী দিনে ভারতের মহাকাশ অভিযানের পথ আরও সুগম করবে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে নাসার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম ভূপর্যবেক্ষণ উপগ্রহ নিসার উৎক্ষেপণ করা হবে। নিসার কৃষি, প্রাকৃতিক বিপর্যয় এবং জলবায়ু সংক্রান্ত তথ্যাদি সরবরাহ করবে।

জিতেন্দ্র প্রসাদ মহাকাশ অভিযানে ভারতের সাফল্যের ক্ষেত্রে ইসরো-র ভূমিকার প্রশংসা করেন। আগামী দিনে এইসব প্রকল্প সফল হলে, ভারত শুধুমাত্র প্রযুক্তিগত সক্ষমতাই অর্জন করবে না, সেইসঙ্গে মহাকাশ বিজ্ঞানে নেতৃত্বের ভূমিকায় উঠে আসবে।

 

SC/MP/NS


(Release ID: 2091801) Visitor Counter : 5