সংসদবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় বিদ্যালয়গুলিকে ৩৪তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার প্রদান

Posted On: 09 JAN 2025 4:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ জানুয়ারি , ২০২৫

 

কেন্দ্রীয় বিদ্যালয়গুলির জন্য ৩৪তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা ২০২৩-২৪এর পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ১০ জানুয়ারি নতুন দিল্লির সংসদ ভবনের জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু। তিনি বিজয়ী ছাত্রছাত্রী এবং স্কুলগুলির হাতে পুরস্কার তুলে দেবেন। ৩৪তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতায় একটি অনুষ্ঠান মঞ্চস্থ করবে খড়গপুর আইআইটি-র পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা। 

গত ৩৬ বছর ধরে যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংসদ বিষয়ক মন্ত্রক। ২০২৩-২৪-এর প্রতিযোগিতায় ৩৫টি অঞ্চলের ১৫০টির বেশি কেন্দ্রীয় বিদ্যালয় অংশ নিয়েছিল। 

জাতীয় স্তরে প্রথম স্থান দখলের জন্য খড়গপুর আইআইটি-র পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে “নেহরু রানিং শিল্ড” এবং ট্রফি। 


SC/ MP /NS


(Release ID: 2091602) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi , Tamil