অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠক ডিএফএস সচিবের

Posted On: 08 JAN 2025 8:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ জানুয়ারি , ২০২৫

 

অর্থমন্ত্রকের ডিএফএস সচিব শ্রী এম নাগারাজু আজ নতুন দিল্লিতে প্রধান প্রধান ক্ষুদ্র আর্থিক সংস্থাগুলির সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। গ্রামাঞ্চলের নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছনো এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে ঝঞ্ঝাটমুক্ত আর্থিক সহায়তা প্রদান নিয়ে বৈঠকে আলোচনা হয়।

২০১২ সালের মার্চ মাসে ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলির ব্যবসা ১৭,২৬৪ কোটি টাকা থেকে বেড়ে ২০২৪-এর নভেম্বরে ৩.৯৩ লক্ষ কোটি টাকায় পৌঁছছে। দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭২৩টির বেশি জেলায় এই ব্যবসা ছড়িয়ে রয়েছে। প্রায় ৮ কোটি ঋণগ্রহীতার আর্থিক প্রয়োজনীয়তা মিটিয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলি।

বৈঠকে ক্ষুদ্র আর্থিক সংস্থাগুলির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। ডিএফএস সচিব বলেন, গ্রামাঞ্চলের মানুষের চাহিদা মেটাতে ভারতে বলিষ্ঠ, প্রাণবন্ত এবং আর্থিকভাবে শক্তিশালী ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। কীভাবে এইসব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে তোলা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় রোডম্যাপ তৈরির ওপর জোর দেন তিনি। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ঋণ পরিশোধের ওপর জোর দেওয়ার জন্য তিনি ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের কাছে আবেদন জানান।

 

SC/ MP /NS


(Release ID: 2091409) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi