লোকসভা সচিবালয়
লোকসভার অধ্যক্ষ : ভারতের নির্বাচন কমিশনের মুক্ত, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার চমকপ্রদ পূর্ব ইতিহাস আছে
Posted On:
08 JAN 2025 7:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ জানুয়ারি ২০২৫
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ জোর দিয়ে বলেছেন যে মুক্ত, অবাধ, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার চমকপ্রদ পূর্ব ইতিহাস আছে ভারতের নির্বাচন কমিশনের। সেই সঙ্গেই তিনি বলেছেন, প্রায় ১০০ কোটি ভোটদাতা নিয়ে ভারত একটি প্রাণবন্ত গণতন্ত্র। ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় উৎসাহব্যাঞ্জক ভাবে মহিলাদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন, এই ধরনের অংশগ্রহণে বোঝা যায় আমাদের নির্বাচনী প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলকতা।
আজ ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলের সঙ্গে লন্ডনে এক বৈঠকে শ্রী বিড়লা এই মন্তব্য করেছেন। ভারত সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্ণ করছে জানিয়ে শ্রী বিড়লা বলেন, ভারতের সংবিধান দেশে রূপান্তরকারী আর্থসামাজিক পরিবর্তন এনেছে। তাঁর আশা স্বাধীনতার শততম বর্ষে ২০৪৭-এর মধ্যে ভারত উন্নত দেশ হয়ে উঠবে। ভারতের গণতন্ত্রের শিকড় তৃণমূল স্তর থেকে সংসদ পর্যন্ত অত্যন্ত গভীরে প্রোথিত জানিয়ে শ্রী বিড়লা বলেন, দেশ নীতি প্রণয়নের মাধ্যমে অর্থনীতি, বহুত্ববাদ এবং সমাজে লিঙ্গ বৈষম্য পূরণ করছে। সংসদীয় গণতন্ত্র হিসেবে ভারতের সাফল্য তুলে ধরে শ্রী বিড়লা বলেন, বৈচিত্র সত্বেও ভারত সমাজে বিভিন্ন শ্রেণীর আশা-প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে সংসদে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে।
সংসদে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার প্রসঙ্গে লোকসভার অধ্যক্ষ বলেন, এর ব্যবহারে সাংসদদের ক্ষমতায়ন হয়েছে এবং তাঁরা আরও কার্যকর ভাবে তাঁদের দায়িত্ব পালন করতে পারছেন। রাজ্যের বিধানসভাগুলিও কাজকর্মের উন্নতি ঘটাতে নতুন প্রযুক্তি ব্যবহার করছে। ভারত এবং ব্রিটেনের মধ্যে সংসদীয় সহযোগিতা শক্তিশালী করতে শ্রী বিড়লা সংসদীয় জ্ঞান, কাজকর্ম এবং অভিজ্ঞতার আরও বেশি করে আদান-প্রদানের ওপর জোর দিয়েছেন। শ্রী বিড়লা বলেছেন, উভয় দেশের তরুণ এবং মহিলা সাংসদদের আরও বেশি করে নিয়মিত মতবিনিময় করা উচিত।
শ্রী বিড়লা জানান, লোকসভার সচিবালয়ে পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট ফর ডেমোক্রেসিস (পিআরআইডিই) সংসদীয় প্রশিক্ষণ দিতে অন্যতম বিশ্বমানের প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দুদেশের মানুষে মানুষে যোগাযোগ, উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি জানিয়ে শ্রী বিড়লা বলেছেন, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী এবং বহুমুখী হবে। তিনি বলেন, ভারত এবং ব্রিটেনের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন এবং মহাকাশ বিজ্ঞানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো হয়েছে। দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মৈত্রীর উল্লেখ করে শ্রী বিড়লা সন্তোষপ্রকাশ করে বলেন, দুই দেশই একযোগে খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তার সমস্যার সমাধান করতে এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান সমস্যার উত্তর খুঁজতে কাজ করছে।
এই উপলক্ষে লোকসভার অধ্যক্ষ স্যার লিন্ডসে হোয়েলকে নববর্ষের শুভেচ্ছা এবং দ্বিতীয়বারের জন্য হাউস অফ কমন্সের স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
SC/AP/AS
(Release ID: 2091384)