প্রতিরক্ষামন্ত্রক
আসামের উমরাংসো-র খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজে সহযোগিতা করছে ভারতীয় নৌ-বাহিনী
Posted On:
08 JAN 2025 12:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জানুয়ারি, ২০২৫
আসামের ডিমা হাসাও জেলার প্রত্যন্ত শিল্প শহর উমরাংসো-র খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজে সহায়তার জন্য ভারতীয় নৌ-বাহিনীর একটি বিশেষ দল সক্রিয় ভূমিকা পালন করছে। এই দলে একজন আধিকারিক এবং উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি সহ ১১ জন নাবিক রয়েছেন। নৌ-বাহিনীর এই দলটির কাছে অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে যার মাধ্যমে গভীর জলে তল্লাশি অভিযান চালানো যায়।
উদ্ধারকাজে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন পরস্পরের মধ্যে নিবিড় যোগাযোগ রেখে চলেছে। নৌ-বাহিনীর দলটি ৭ জানুয়ারি বিশাখাপত্তনম থেকে এসে পৌঁছয়। আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিয়মিত তথ্যের আদান-প্রদান হচ্ছে। যে কোনো সঙ্কটে মানুষের প্রাণ বাঁচাতে এবং জাতিকে প্রয়োজনীয় সহায়তার জন্য নৌ-বাহিনী অঙ্গীকারবদ্ধ।
SC/CB/DM.
(Release ID: 2091151)
Visitor Counter : 13