প্রতিরক্ষা মন্ত্রক
ভারতীয় নৌ সেনা দলকে আসামের উমরাঙ্গসো-এ খাদে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার করার কাজে সাহায্য করতে মোতায়েন করা হল
Posted On:
08 JAN 2025 12:50PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৮ জানুয়ারি, ২০২৪ (পিআইবি): আসামের ডিমা হাসাও জেলার প্রত্যন্ত শিল্প নগরী উমরাঙ্গসো-এ খাদে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার করার কাজে নৌ সেনা মোতায়েন করা হয়েছে। দলটিতে রয়েছেন একজন পদস্থ আধিকারিক ও ১১ জন নাবিক। সেই সঙ্গে রয়েছেন অত্যন্ত প্রশিক্ষিত ও দক্ষ ক্লিয়ারেন্স ডাইভাররা যারা খাদে জমে থাকা জলের গভীর তলদেশে সাঁতার কাটতে পারে। উদ্ধারের কাজে এদের দক্ষতা সুবিদিত। বর্তমানে তারা দুর্ঘটনা স্থলেই রয়েছে।
নৌ সেনা দলটি এই জটিল ও স্পর্শকাতর উদ্ধার কাজের জন্য সম্পূর্ণ রূপে অত্যন্ত উন্নত মানের যন্ত্রসামগ্রী দিয়ে সুসজ্জিত। জলের গভীরতর তলদেশে তল্লাসি ও উদ্ধার অভিযান চালানোর জন্য দলটির সঙ্গে রয়েছে ডিপ ডাইভিং গিয়ার এবং রিমোটলি অপারেটেড ভেহিক্যাল (আর-ও-ভি)।
এই বিপুল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানটি পরস্পর সমন্বয় রেখে সম্মীলিতভাবে পরিচালনা করছে ভারতীয় সেনা বাহিনি, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন। উদ্ধার কার্যকে দ্রুততর ও সুনিশ্চিত করতেই এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। ভারতীয় নৌ সেনা দলটি বিশাখাপত্তনম থেকে দুর্ঘটনা স্থলে এসে পৌঁছেছে মঙ্গলবার।
দ্রুততর গতিতে তল্লাসি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সাবলীল এবং সময়ানুগ উদ্ধার কাজের জন্য এই অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার কাছে যাবতীয় তথ্যাদি সময় মতো পৌঁছে দেওয়া হচ্ছ।
ভারতীয় নৌ সেনা এই সমূহ সংকটের সময়ে সমস্ত রকম সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। খাদে আটকে পড়া শ্রমিকদের জীবন যাতে নিরাপদে রক্ষা করা যায় সেই লক্ষ্যে জরুরী ভিত্তিতে দেশ ও জাতিকে সহায়তা করতে ভারতীয় নৌ সেনা তার দায়বদ্ধতা বজায় রেখে চলেছে।
***
SKC/SRC/KMD
(Release ID: 2091246)
Visitor Counter : 7