যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থীর জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়াগরাজে ডিজিটাল মহাকুম্ভ মেলা ২০২৫-এর জন্য টেলিকম পরিষেবা বৃদ্ধি করছে টেলিকম দফতর টেলিকম পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সমন্বয় রেখে
Posted On:
02 JAN 2025 5:15PM by PIB Kolkata
নতুন দিল্লি ২ জানুয়ারি ২০২৫
মহাকুম্ভ মেলা ২০২৫ আসন্ন। লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে টেলিকম দফতর গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিয়েছে। শহর, মেলা এলাকা এবং প্রকাশ্য স্থানে টেলিকম পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। টেলিকম পরিষেবা প্রদানকারীদের উন্নত প্রযুক্তি ব্যবহার করা এবং নেটওয়ার্ক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১২৬ কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার বসানো হয়েছে প্রয়াগরাজ শহর জুড়ে। ৩২৮টি নতুন টাওয়ার ও স্তম্ভ বসানো হয়েছে। মোট ৫৭৫টি নতুন বেস ট্রান্সরিসিভার স্টেশনস(বিটিএস)কাজে লাগানো হচ্ছে, সেইসঙ্গে ১৪৬২টি চলতি বিটিএস ইউনিটের উন্নতিকরণ করা হচ্ছে।
মেলা এলাকায় প্রভুত ভক্ত ও দর্শনার্থীদের আসার সম্ভাবনা, সেহেতু ১৯২ কিলেমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার কেবল বসানো হয়েছে দ্রুত গতির নির্ভরযোগ্য নেটওয়ার্কের জন্য। ৭৮টি স্থানান্তরকরণযোগ্য টাওয়ার এবং ১৫০টি স্মল সেল সলিউশন কাজে লাগানো হচ্ছে। জনবহুল এলাকায় বিপুল চাহিদার দিকে লক্ষ্য রেখে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার জন্য।
শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলি যেমন রেল স্টেশন, বাস স্টেশন এবং বিমানবন্দরের পাশাপাশি শহরে প্রবেশ ও নির্গমনের রাস্তাগুলিতে টেলিকম পরিষেবা নিশ্চিত করা হচ্ছে।
জন নিরাপত্তার জন্য টেলিকম পরিষেবা প্রদানকারীরা মেলা এলাকায় ৫৩টি হেল্প ডেস্ক বসিয়েছে। টেলিকম টাওয়ারগুলির বিদ্যুৎচুম্বক বিকিরণের পরীক্ষা করা হয়েছে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে।
এয়ারটেল, বিএসএনএল, জিও এবং ভিআই পরিচালিত তিনটি বিপর্যয় ব্যবস্থাপণা কেন্দ্র বসানো হয়েছে মেলা এলাকায়।
টেলিকম পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে শুধুমাত্র মেলায় টেলিফোন যোগাযোগের জন্য নয়, দর্শনার্থীদের ডিজিটাল লেনদেনেও সাহায্য করতে।
SSS/AP/CS
(Release ID: 2090458)
Visitor Counter : 7