পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন-এ চতুর্থ দ্বিবার্ষিক আপডেট রিপোর্ট জমা দিয়েছে ভারত

Posted On: 02 JAN 2025 4:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ জানুয়ারি, ২০২৫

 

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন-এ চতুর্থ দ্বিবার্ষিক আপডেট রিপোর্ট জমা দিয়েছে ভারত। ২০১৪-এর ৩০ ডিসেম্বর এটি জমা দেওয়া হয়েছে। এতে আছে থার্ড ন্যাশনাল কমিউনিকেশন (টিএনসি)-এর সাম্প্রতিক তথ্য। এছাড়া আছে ২০২০-তে ন্যাশনাল গ্রিন হাউজ গ্যাস (জিএইচজি)-এর মজুতের হিসাব। এছাড়াও রিপোর্টে রয়েছে ভারতের জাতীয় পরিস্থিতি, নিঃসরণ প্রতিরোধী কার্যাবলী সংক্রান্ত তথ্য, বিভিন্ন বাধা এবং এ সংক্রান্ত আর্থিক বিষয়, প্রযুক্তি এবং ক্ষমতাবর্ধনের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিশ্লেষণ।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, সুস্থায়ী উন্নয়নে নজির সৃষ্টিতে এগিয়ে আছে ভারত। এই সংখ্যাগুলি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অর্থবহ জলবায়ু সংক্রান্ত কার্যাবলীর সঙ্গে অর্থনৈতিক অগ্রগতির সংমিশ্রণ ঘটানোর প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে। 

২০২০-তে ভারতের জিএইচজি নিঃসরণ কমেছে ২০১৯-এর তুলনায় ৭.৯৩ শতাংশ। ভারতের বনাঞ্চল এবং অন্যান্য জমি ব্যবহারে দেশের মোট কার্বন ডাই-অক্সাইডের হ্রাস ঘটেছে ২২ শতাংশ। ২০০৫-২০-তে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনে নিঃসরণের তীব্রতা কমেছে ৩৬ শতাংশ। ২০২৪-এর অক্টোবর পর্যন্ত চালু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় অজৈব জ্বালানির অংশ ছিল ৪৬.৫২ শতাংশ। ২০০৫-২১-এ বনাঞ্চলের মাধ্যমে অতিরিক্ত ২.২৯ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইডের শোষণ সম্ভব হয়েছে।
 
SSS/AP/DM


(Release ID: 2089722) Visitor Counter : 22