সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রত্যক্ষ সুফলভোগী কৃষকদের কাছে ইউরিয়া সারের যোগান দেওয়া হয় ভর্তুকি সহায়তা যুক্ত মূল্যে লোকসভায় এই তথ্য জানালেন কেন্দ্রীয় সার ও রাসায়নিক দপ্তরের মন্ত্রী

Posted On: 29 NOV 2024 4:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ নভেম্বর ২০২৪

 

উৎপাদন ব্যয় যাই হোক না কেন, বিধিবদ্ধ ভাবে বিজ্ঞাপিত সর্বোচ্চ খুচরো দর অর্থাৎ এমআরপি-তে ইউরিয়া সরবরাহ করা হয় দেশের কৃষকদের। ৪৫ কেজির ইউরিয়া ব্যাগের ভর্তুকি যুক্ত এমআরপি হল ২৪২ টাকা। সুতরাং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের কৃষকরা ভর্তুকি সহায়তা মূল্যে ইউরিয়া সংগ্রহ করে থাকেন। 

অন্যদিকে, ফসফেট এবং পটাসিক সারের ক্ষেত্রেও ২০১০-এর পয়লা এপ্রিল থেকে সরকার ভর্তুকি দিয়ে আসছে। বিশ্ব বাজারে প্রধান প্রধান সারগুলির বিক্রয় মূল্যের ওপর সরকার সর্বদাই নজর রাখে। 

সার সরবরাহের ক্ষেত্রে প্রত্যক্ষ সুফল হস্তান্তর ব্যবস্থার আওতায় সার কোম্পানিগুলিকে ১০০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়ে থাকে। সুফলভোগীদের কাছে খুচরো সার বিক্রেতাদের বিক্রির পরিমাণের ওপর এই ভর্তুকি সহায়তা নির্ভরশীল। প্রত্যক্ষ সুফল হস্তান্তরের আওতায় ভর্তুকি সহায়তা যাতে প্রকৃত সুফলভোগীদের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। 

আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সার ও রাসায়নিক দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।


PG/SKD/AS


(Release ID: 2079657) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu