প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ডঃ পৃথ্বীন্দ্র মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক ও সমবেদনা প্রধানমন্ত্রীর

Posted On: 30 NOV 2024 9:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ নভেম্বর ২০২৪

 

ডঃ পৃথ্বীন্দ্র মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ডঃ মুখোপাধ্যায় ছিলেন এক বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী। সঙ্গীত ও কাব্য চর্চার প্রতি তাঁর আবেগ ছিল উল্লেখ করার মতো।  

এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন:

"ডঃ পৃথ্বীন্দ্র মুখোপাধ্যায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এক বিশেষ ব্যক্তিত্ব। বুদ্ধিজীবী মহলে তিনি এক বলিষ্ঠ পরিচয়ের স্বাক্ষর রেখে গেছেন। এমনকি সঙ্গীত ও কাব্য চর্চার প্রতি তাঁর আবেগ ছিল উল্লেখ করার মতো। তাঁর রচনা ও কর্মজীবন ভবিষ্যতেও স্বীকৃত ও প্রশংসিত হবে। ভারতের ইতিহাস বিশেষত স্বাধীনতা সংগ্রামের কাহিনী সংরক্ষণে তাঁর প্রচেষ্টা ছিল সমান সাবলীল। ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ককে আরও গভীর করে তুলতেও তাঁর অবদান উল্লেখের দাবি রাখে। তাঁর প্রয়াণে আমি ব্যথিত। তাঁর পরিবার পরিজন ও বন্ধুবর্গের জন্য রইলো আমার শোক ও সমবেদনা। ওম শান্তি! "

 

PG/SKD/AS/


(Release ID: 2079552) Visitor Counter : 23