তথ্যওসম্প্রচারমন্ত্রক
অভিনেতা বিক্রান্ত মাসি এবছরের ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব সম্মানে ভূষিত হলেন আইএফএফআই ২০২৪-এ
মুম্বাই, ২৯ নভেম্বর, ২০২৪
অভিনেতা বিক্রান্ত মাসি গোয়ায় ভারতের ৫৫-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বর্ণাঢ্য সমাপ্তি সমারোহে এবছরের ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব সম্মানে ভূষিত হলেন। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্ত এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু।
এই সম্মান তাঁর কল্পনাতীত ছিল বলে প্রতিক্রিয়ায় জানান বিক্রান্ত মাসি। টুয়েল্ফথ ফেল চলচ্চিত্র তাঁর কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। সাধারণ মানুষের স্বর তুলে ধরতেই তিনি পছন্দ করেন বলেও মাসি জানান।
বিক্রান্ত মাসির উল্লেখযোগ্য ছবিগুলির কয়েকটি হল, দিল ধরকানে দো(২০১৫), লিপস্টিক আন্ডার মাই বোরখা(২০১৬), কার্গো(২০২০)।
PG/ AC /AG/
(Release ID: 2079278)
Visitor Counter : 37
Read this release in:
Malayalam
,
Gujarati
,
English
,
Urdu
,
Konkani
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Tamil
,
Telugu