স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমা নিয়ে সর্বশেষ তথ্য

Posted On: 29 NOV 2024 3:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ নভেম্বর, ২০২৪


আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে ২৯.১০.২০২৪ তারিখ থেকে আয়ুষ্মান ভারত - প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই)-র আওতায় ৭০ এবং তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে চিকিৎসার সুবিধা চালু করা হয়েছে।

সাধারণ ওষুধ, সাধারণ শল্য চিকিৎসা, অস্থি সংক্রান্ত চিকিৎসা, হৃদরোগ, ক্যান্সার সহ ২৭ ধরনের রোগের চিকিৎসাকে এই স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছিল। এই প্রকল্পে দেশের ৪.৫ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন।

২৫.১১.২০২৪ পর্যন্ত ৭০ এবং তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের প্রায় ১৪ লক্ষ আয়ুষ্মান বয় বন্দনা কার্ড প্রদান করা হয়েছে। এই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে ৩ হাজার ৪৩৭ কোটি টাকা। ৩১.১০.২০২৪ তারিখ পর্যন্ত এই প্রকল্পে ২৯ হাজার ৮৭০টি হাসপাতালকে নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে ১৩ হাজার ১৭৩টি বেসরকারি হাসপাতাল।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও জাভেদ।

 

PG/MP/SKD/


(Release ID: 2079276) Visitor Counter : 117
Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu