যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক
Posted On:
27 NOV 2024 3:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০২৪
ভারতে একটিমাত্র পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে সেটি হল, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)। ডাক দপ্তরের অধীন এই ব্যাঙ্কের ৬৫০টি শাখা রয়েছে। ডাকঘরের নেটওয়ার্কের মাধ্যমে ১ লক্ষ ৬৩ হাজারেরও বেশি জায়গা থেকে এতে লেনদেন করা যায়।
আইপিপিবি সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট, ভার্চ্যুয়াল ডেবিট কার্ড, দেশের মধ্যে অর্থ পাঠানোর পরিষেবা, বিল পেমেন্ট, বিমা পরিষেবা, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলিতে অনলাইন পেমেন্ট, ডিজিটাল লাইফ সার্টিফিকেট, আধার-ভিত্তিক অর্থ প্রদান ব্যবস্থা, আধারে মোবাইল নম্বর পরিবর্তন এবং পাঁচ বছর পর্যন্ত বয়সীদের জন্য শিশু নথিভুক্তিকরণ পরিষেবার মতো বিভিন্ন পরিষেবা প্রদান করে।
মহারাষ্ট্রের সম্ভাজিনগর জেলায় আইপিপিবি-র ৬,৮০,৭৯৪টি অ্যাকাউন্ট রয়েছে। পশ্চিমবঙ্গে এর অ্যাকাউন্টের সংখ্যা ২৯,৭৪,০০৯, ত্রিপুরাতে রয়েছে ৮৯,২৮২টি অ্যাকাউন্ট।
সাধারণ মানুষকে আইপিপিবি-র পরিষেবা সম্পর্কে জানাতে প্রতিটি ডাকঘরে এর ব্র্যান্ডেড সাইনেজ বসানো হয়েছে। ডাক বিভাগ ও আইপিপিবি নিয়মিতভাবে বিভিন্ন জায়গায়, বিশেষত গ্রামীণ এলাকায় শিবির স্থাপন করে। এছাড়া রেডিও, টেলিভিশন, খবরের কাগজ ও সোশ্যাল মিডিয়ায় এর প্রচার চালানো হয়।
আইপিপিবি-র মোবাইল সেটের সাহায্যে সরাসরি সুবিধা হস্তান্তর, ডিজিটাল লাইফ সার্টিফিকেট, আধারে মোবাইল নম্বর পরিবর্তনের মতো পরিষেবা বাড়িতে গিয়ে দেওয়া হয়।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী ডঃ পেম্মাসানি চন্দ্রশেখর এই তথ্য জানিয়েছেন।
PG/SD/DM
(Release ID: 2078368)
Visitor Counter : 63