তথ্যওসম্প্রচারমন্ত্রক
আইএফএফআই ২০২৪ : ৬টি ছবি দেখানো হবে ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাবে
#IFFIWood, ৭ নভেম্বর, ২০২৪
ফিল্ম বাজার ঘোষণা করেছে এ বছর আইএফএফআই-তে ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাবের জন্য মনোনীত হয়েছে ৬টি ব্যতিক্রমী কাহিনীচিত্র।
মনোনীত ছবিগুলি হল :
১. শেপ অফ মোমোজ- পরিচালনা ত্রিবেণী রায় (নেপালী)
২. গাংশালিক (রিভার বার্ড)- পরিচালনা শক্তিধর বীর (বাংলা)
৩. ইয়েরা মান্দরম (দ্য রেড হিবিসকাস)- পরিচালনা মোহন কুমার বালাসালা (তেলুগু)
৪. কাট্টি রি রাট্টি (হান্টার্স মুন)- পরিচালনা রিধম জানবে (গড্ডি, নেপালী)
৫. ওমল- পরিচালনা সিদ্ধার্ধ বাডি (মারাঠি)
৬. দ্য গুড, দ্য ব্যাড, দ্য হাংরি- পরিচালনা বিবেক কুমার (হিন্দি)
কালের পরীক্ষায় উত্তীর্ণ মডেল অনুসরণ করে এ বছর ল্যাব অনলাইন এবং অফলাইন দু-রকম অধিবেশনেরই আয়োজন করছে। বিভিন্ন মাধ্যমের মিশ্রণে চলচ্চিত্র পরিচালক এবং শিক্ষকরা তাৎক্ষণিক ভাবনাচিন্তা করতে পারবেন এবং পোস্ট প্রোডাকশনের জন্য কী কী সহায়তা লাগবে, তাও নির্ধারণ করতে পারবেন।
৬টির মধ্যে ৫টি ছবিই তরুণ এবং উদীয়মান পরিচালকের প্রথম কাজ। ছবিগুলি শুধু বৈচিত্র্যময় কাহিনীই পরিবেশন করবে তাই নয়, সাংস্কৃতিক প্রেক্ষাপটের মূল্যবান ঐতিহ্যকেও তুলে ধরবে। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ মাসেই ৫৫ বছরে পা দিচ্ছে। এবারের উৎসবে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে তরুণ চলচ্চিত্রকারদের ওপর। তুলে ধরা হচ্ছে কাহিনী পরিবেশনে তাঁদের নতুন উদ্ভাবন এবং নতুন ভাবনা।
ওয়ার্ক-ইন-প্রোগ্রেস বিভাগের ব্যবস্থা থেকে বোঝা যায়, সৃষ্টিশীলতার লালনে আইএফএফআই-এর দায়বদ্ধতা। এমন কাহিনীকে প্রাধান্য দেওয়া হয় যা বিভিন্ন ধরনের দর্শককে মুগ্ধ করবে এবং সমকালীন নানা জটিলতার খোঁজ পাওয়া যাবে, নব প্রজন্মের শিল্পীদের দেখার মধ্য দিয়ে। চলচ্চিত্রের জন্য এ এক দারুণ সময় এবং উদীয়মান এই কণ্ঠস্বরগুলিকে তুলে ধরতে ফিল্ম বাজার রয়েছে সর্বাগ্রে।
PG/AP/NS…
(Release ID: 2071503)
Visitor Counter : 31